Image description

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, মানুষকে বিভ্রান্ত করতে কেউ-কেউ খেলাফতের ট্যাবলেট বিক্রি করতে শুরু করেছে। 

শনিবার (৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৯তম কারাবন্দি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 

‘উত্তরাঞ্চল ছাত্র ফোরাম’ আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন ‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক ও বিএনপি’র মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। 

উল্লেখ্য, ২০০৭ সালের ৭ মার্চ রাতে তৎকালীন ‘সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে যৌথ বাহিনীর একটি দল তারেক রহমানকে ঢাকা সেনানিবাসের মইনুল রোডের বাড়ি থেকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে (রিমান্ড) নেওয়া হয়। 

ওই সময়ে তারেক রহমানকে ১৮ মাস কারাগারে থাকতে হয়েছে। কারণ, তাকে তখন ১৩ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তিনি এসব মামলায় আদলত থেকে ধাপে-ধাপে জামিন পান।

তারেক রহমান ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর এসব মামলা থেকে জামিনে মুক্তি পান। মুক্তি পাওয়ার ৮ দিনের মাথায় তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের অনুমতি নিয়ে ১১ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন।

সেই থেকে স্বপরিবারে লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান। সেখানে থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। 

বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের রোষানলে পড়ে ভিত্তিহীন মামলায় কারান্তরীণ হওয়ার পর ২০১৮ সালের ৯ ফেব্রুয়ারি থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমান লন্ডনে বসেই বিএনপি’র নেতৃত্ব দিচ্ছেন ।

এ অনুষ্ঠানে ধর্মভিত্তিক দলগুলোর সমালোচনা করে টুকু বলেন, ‘নতুন করে কেউ ধর্ম, কেউ খেলাফতের ট্যাবলেট বেচতে শুরু করেছে, যাতে মানুষ বিভ্রান্ত হয়।’

জিয়াউর রহমানের রাজনৈতিক দল গঠনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি গঠনের তুলনা করা ভুল হবে মন্তব্য করে তিনি বলেন, ’৬৯’র গণঅভ্যুত্থানে ছাত্ররা নেতৃত্ব দিয়েছিল। কিন্তু দল করেনি, ক্ষমতায় যেতে চায়নি।

বিএনপি’র নীতিনির্ধারণী কমিটির এই সদস্য বলেন, ‘দেশের মানুষ তারেক রহমানের ফেরার অপেক্ষায় রয়েছে। তিনি অচিরেই দেশে ফিরবেন এবং নির্বাচন হতেই হবে। কোনো দল হুঁমকি-ধমকি দিলে বিএনপিও চুপচাপ বসে থাকবে না।’