বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা ও মহানগর কমিটিতে ‘প্রকৃত বিপ্লবীদের’ যথাযথ স্বীকৃতি ও স্থান না দেওয়ায় বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীদের একাংশ। রোববার বেলা সাড়ে ১১টায় রাজশাহী কলেজের প্রধান ফটকের সামনে থেকে মিছিলটি বের করা হয়।
নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে গিয়ে মিছিল শেষ হয়। এরপর সেখানে সমাবেশ করেন শিক্ষার্থীরা। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী এবং ত্যাগ স্বীকারকারীদের উপেক্ষা করে কমিটি দেওয়া হয়েছে। এ কমিটি অবিলম্বে বাতিল করতে হবে।
সমাবেশে শিক্ষার্থী আবদুর রহিম, সাফিউল ইসলাম অনিক, আরিবুল ইসলাম আবির প্রমুখ বক্তব্য দেন। এদের মধ্যে অনিক ও আবির কমিটিতে সদস্য পদ পেয়েছিলেন। তারা তা প্রত্যাখ্যান করেছেন। রাজশাহী কলেজের সাবেক শিক্ষার্থী আবদুর রহিম কোনো পদই পাননি।
গত বৃহস্পতিবার ছয় মাসের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা ও মহানগরের কমিটি ঘোষণা করা হয়। এর পরদিনই শিক্ষার্থীদের একটি অংশ সংবাদ সম্মেলন করে কমিটি প্রত্যাখ্যান করেন এবং তা বাতিলে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। এরমধ্যে কমিটি বাতিল করা না হলে রোববার বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করলেন তারা।
রোববার থেকে নতুন রাজশাহী মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক নাবিলা নওরিনের দুটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এর একটি ছবিতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনসহ কয়েকজন দলীয় নেতা এবং অপর ছবিতে লিটনকন্যা আনিকা ফারিহা জামান অর্নার সঙ্গে দেখা যাচ্ছে নাবিলা নওরিনকে। অনৈতিক সুবিধা নিয়ে জেলা ও মহানগরের কমিটি দেওয়া হয়েছে বলে অভিযোগ করছেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা।
এদিকে নতুন কমিটি নিয়ে ক্ষোভ থেকে বিভেদে না জড়ানোর জন্য আহবান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা ও মহানগর কমিটি। গত শুক্রবার জেলা ও মহানগরের এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের প্রতি এ আহবান জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সবাই মিলে আমরা একটি সুন্দর আগামীর প্রত্যয় নিয়ে সামনে অগ্রসর হব।’