বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে করা মামলায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ছাতক পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে সিলেট নগরীর তারাপুর চা বাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জালালাবাদ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম চৌধুরী দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে নগরীর তারাপুর চা বাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জালালাবাদ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ তারেক বলেন, গ্রেপ্তার আবুল কালাম চৌধুরী সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ছাতক পৌরসভার মেয়র ছিলেন। তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।