নির্বাচন সামনে রেখে শহর ও গ্রামজুড়ে শুরু হয়েছে প্রচারের উৎসব। সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় প্রার্থীদের ব্যস্ত উপস্থিতি চোখে পড়ছে। কোথাও পথসভা, কোথাও গণসংযোগ, আবার কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের বার্তা পৌঁছে দিচ্ছেন তারা।
প্রার্থীরা তাদের নির্বাচনি ইশতেহারে উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবাকে গুরুত্ব দিচ্ছেন। কেউ সরাসরি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সমস্যা শুনছেন, আবার কেউ তরুণ ভোটারদের আকৃষ্ট করতে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় প্রচার চালাচ্ছেন। প্রচারের অংশ হিসেবে অনেক জায়গায় আয়োজন করা হচ্ছে পথনাটক, গান ও আলোচনা সভা- যা পুরো পরিবেশকে উৎসবমুখর করে তুলেছে। সবমিলিয়ে নির্বাচনি হাওয়ায় রাজপথ এখন মুখর। ভোটারদের মধ্যেও দেখা যাচ্ছে আগ্রহ ও কৌতূহল। অনেকেই প্রার্থীদের প্রতিশ্রুতি ও অতীত কর্মকাণ্ড বিচার করে সিদ্ধান্ত নেওয়ার কথা বলছেন। যদিও শব্দদূষণ ও যানজট নিয়ে কিছু অভিযোগ রয়েছে, তবুও সামগ্রিকভাবে প্রচারপর্বকে ঘিরে জনজীবনে এক ভিন্ন মাত্রার চাঞ্চল্য তৈরি হয়েছে। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে প্রচারের গতি ও উত্তাপ। শেষ পর্যন্ত ভোটারদের আস্থা অর্জনে কারা সফল হন, সেটাই এখন দেখার বিষয়।
গতকাল ছিল নির্বাচনি প্রচারের পঞ্চম দিন। রাজধানীসহ সারা দেশে প্রার্থীদের নির্বাচনি প্রচার-প্রচাণায় মুখরিত ছিল সর্বত্র। প্রার্থীদের পাশাপাশি দলীয় নেতা-কর্মী, সমর্থকরা দিনভর ভোট প্রার্থনা করে সময় কাটিয়েছেন। ঢাকা-১৭ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে শুরু হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ প্রতীক নিয়ে এ নির্বাচনে অংশগ্রহণ করছেন। প্রচারের পঞ্চম দিনে রাজধানীর গুলশান, বনানী ও নিকেতন এলাকায় তারেক রহমানের পক্ষে দলীয় নেতা-কর্মীরা জনগণের কাছে ধানের শীষ প্রতীকে ভোট ও দোয়া কামনা করেন।
ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস শাহবাগ থানার ৩৭ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। বিআইডব্লিউটিসি শ্রমিক দল আয়োজিত নির্বাচনি মতবিনিময় সভায় অংশ নেন তিনি। বিজয়নগর স্কাউট মার্কেটে নির্বাচনি প্রচার ক্যাম্প উদ্বোধন করেন এবং বিজয়নগর বড় রাস্তায় পিঠা উৎসবে অংশ নেন। রাতে তিনি পল্টন কমিউনিটি সেন্টারে বারবিডাসহ পাঁচটি ব্যবসায়িক সমিতির নেতাদের সঙ্গে নির্বাচনি আলোচনা সভায় অংশ গ্রহণ করেন। একই আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী শাহবাগ, ঢাকা মেডিকেলসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। ঢাকা-৮ আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী ত্রিদ্বীপ সাহা পুরানা পল্টন, গুলিস্তান, শাহবাগসহ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোট চান।
গতকাল সকালে ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ডের বন্দর নিমতলা খালপাড় থেকে নির্বাচনি প্রচার শুরু করেন চট্টগ্রাম-১১ বন্দর আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। পরে নগরের নিমতলা খালপাড় হয়ে পূর্ব নিমতলা পশ্চিম নিমতলা হয়ে সিডিএ ৯ নম্বর ব্রিজ, রোহিঙ্গা পাড়া, হিন্দুপাড়া, ৩ নম্বর ফকিরহাট পশ্চিম গোসাইলডাঙ্গাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য, কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন দাউদকান্দি পৌর এলাকার নাগেরকান্দি ও দোনারচর-সবজিকান্দিতে উঠান বৈঠকে অংশ নেন। এ ছাড়া নির্বাচনি এলাকায় পথসভা, দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। ঢাকা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নবীউল্লাহ নবী ৬৫ নম্বর ওয়ার্ডের মুজাহিদ নগর, হাবিব নগর ও তুষারধারা এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গণসংযোগ করেন।
ঢাকা-৫ আসনে জাতীয় পার্টির প্রার্থী মীর আবদুস সবুর আসুদ ডেমরা, সারুলিয়া, স্টাফ কোয়ার্টার এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোট চান। ঢাকা-৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন নির্বাচনি এলাকায় দিনভর গণসংযোগ, পথসভা করেন। ঢাকা-৫ আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) প্রার্থী টি এইচ মোস্তফা দীপু নির্বাচনি এলাকায় গণসংযোগ করেন।
ঢাকা-১৩ আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের রিকশা প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী আল্লামা মামুনুল হকের নির্বাচনি প্রচারের অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো ‘জাগরণী পদযাত্রা’ অনুষ্ঠিত হয়। পদযাত্রা চলাকালে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে একাধিক পথসভা অনুষ্ঠিত হয়।
ঢাকা-৬ আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন সকালে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন। এরপর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। ঢাকা-৬ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. মুহাম্মদ আবদুল মান্নান নির্বাচনি এলাকায় গণসংযোগ, পথসভায় অংশ নেন।
ঢাকা-৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সবুজবাগের ৭৩ নম্বর ওয়ার্ডের নির্বাচনি প্রচারের অংশ হিসেবে এক পথসভায় অংশ নেন। এরপর দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ভোট প্রার্থনা করেন। ঢাকা-১৬ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক সকালে মিরপুর-৬ এলাকায় প্রচারের পঞ্চম দিনে গণসংযোগ করেন।
ঢাকা-১৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী সানজিদা ইসলাম তুলি সকালে ৯ নম্বর ওয়ার্ডের গাবতলী সিটি কলোনিতে ‘মায়ের ডাক’-এর উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করেন।
ঢাকা-৪ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন গতকাল নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ব্যাপক গণসংযোগ করেন। একই আসনে জামায়াতের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন গণসংযোগ করেন।
ঢাকা-১২ আসনের বিএনপি সমর্থিত প্রার্থী ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গতকাল ফার্মগেট, তেজকুনী ও তেজতুরী পাড়ায় গণসংযোগ করেন। ফার্মগেটের নির্বাচনি প্রচারের প্রধান কার্যালয় উদ্বোধন করেন। পরে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। একই আসনে স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব ব্যাপক গণসংযোগ ও ভোট প্রার্থনা করেন।
ঢাকা-১২ আসনে জামায়াতের প্রার্থী সাইফুল আলম খান মিলনও নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় ভোট চান। একই আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী তাসলিমা আখতার গণসংযোগে ব্যস্ত দিন পার করেন।
ঢাকা-১০ আসনের বিএনপি প্রার্থী শেখ রবিউল আলম বসুন্ধরা সিটি শপিং মল, স্কয়ার টাওয়ার, নিউমাকেট এলাকায় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ভোট চান। বিকালে নিউমার্কেটে ঢাকা কলেজের সামনে মিছিল বের করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
ঢাকা-১১ আসনে বিএনপির প্রার্থী ড. এম এ কাইয়ুম গতকাল সকালে ভাটারা পথসভার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন। এরপর গণসংযোগ করেন।
ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা রাজধানীর সবুজবাগ মাদারটেক এলাকায় প্রচারে নামেন। এরপর বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন।
ঢাকা-১৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব দিনভর গণসংযোগ করেন। সিলেট মহানগরের ৩৮ নম্বর ওয়ার্ডের চারুগাঁওয়ে উঠান বৈঠক করেন সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির। একই আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা মাহমুদুল হাসান গতকাল সিলেটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের বিএনপি মনোনীত প্রার্থী আসলাম চৌধুরী মুরাদপুর এবং বারৈয়ারঢালা ইউনিয়নে গণসংযোগ করেন।
রাজশাহী-১ আসনের জামায়াত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান প্রচার চালিয়েছেন তানোর উপজেলার সরনজাই এলাকায়। ওই আসনের বিএনপি প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন প্রচার চালান গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর এলাকায়। রাজশাহী-২ আসনের বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু এদিন দরগাঁ পাড়ায় গণসংযোগ করেন।
রাজশাহী-৩ আসনের বিএনপি প্রার্থী শফিকুল হক মিলন প্রচার চালিয়েছেন পবা উপজেলার হুজরিপাড়া ইউনিয়নে। নরসিংদী-১ আসনে ধানের শীষের ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল-৫ (সদর) আসনের প্রার্থী জাকির হোসেন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। গতকাল দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দিনাজপুর-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন হাকিমপুরে গণসংযোগ করেন।
চট্টগ্রাম-৯ আসনে বৃহত্তর সুন্নী জোট সমর্থিত ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ মহানগরের কোতোয়ালি আসনে ১৭ নম্বর ওয়ার্ডের ডিসি রোড এলাকার সনাতনী ধর্মাবলম্বীদের অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় অংশ নিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন। গোপালগঞ্জ-২ আসনে ১১ দলীয় জোট বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুফতি শুয়াইব ইব্রাহিম জেলা শহরের বিসিক ব্রিজ এলাকায় মতবিনিময় সভা করেন। ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল সকালে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়ন বিএনপি আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে দিনের প্রচার শুরু করেন।