Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনার সময় সাংবাদিকরা থাকতে পারলেও কলম, মোবাইল ফোন বা কোনো ডিভাইস রাখতে পারবেন না।

সম্প্রতি নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মো. মনির হোসেন রিটার্নিং কর্মকর্তাদের এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চিঠি দিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, গণভোট ও সংসদ নির্বাচনের ভোট গণনার সময় গণনা কক্ষে উপস্থিত ব্যক্তিদের মধ্যে প্রিজাইডিং অফিসার ও সহায়ক কর্মকর্তা ব্যতীত অন্য কোনো ব্যক্তি (যেমন: পোলিং অফিসার, পোলিং এজেন্ট, সাংবাদিক ও পর্যবেক্ষক প্রভৃতি) মোবাইল ফোন, কলম বা অন্য কোননো ডিভাইস সঙ্গে রাখতে পারবেন না।

তবে সাংবাদিক ও পর্যবেক্ষকরা কাজের প্রয়োজনে পেন্সিল সাথে রাখতে পারবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।