নিয়ামতপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস বসতবাড়ির ভেতরে ঢুকে পড়লে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসী। এমন ঘটনায় ছুটে আসেন স্থানীয়রা। তবে এ ঘটনায় ওই বাড়ির কোনো সদস্য ও বাসযাত্রীর কেউ হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের ডাঙ্গাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকের নাম সজীব।
স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ-নওগাঁ রুটে তুহিন ট্রাভেলস নামের একটি বাস নিয়ামতপুরের ভিতর দিয়ে নিয়মিত চলাচল করে। যাত্রী নিয়ে বাসটি সকাল সাড়ে ১০টার দিকে ডাঙ্গাপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বাড়ির দেয়ালের একাংশ ভেঙে ঢুকে পড়ে। এ সময় বাড়ির সদস্যরা ঘরের বাহিরে বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। সৌভাগ্যক্রমে এতে কেউ হতাহত হননি। এমন ঘটনায় স্থানীয়দের সহায়তায় বাসের যাত্রীরা নিরাপদে বাস থেকে নেমে আসেন।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক সজীবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজী হননি। এতে ক্ষতির পরিমাণও তাৎক্ষণিক জানা যায়নি।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, একজন গণমাধ্যম কর্মীর মাধ্যমে বাস দুর্ঘটনার খবর শুনেছি। তবে এ ব্যাপারে কেউ থানায় কোনো অভিযোগ জানাইনি। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।