ইসলামী ছাত্রশিবির ডাকসুর ক্ষমতায় আসার আগে তা ‘মাদকের আড্ডা ও বেশ্যাখানা ছিল’ বলে জামায়াতে ইসলামীর এক নেতার করা মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জামায়াতের বরগুনা জেলা শাখার সহকারী সেক্রেটারি জেনারেল মো. শামীম আহসান গতকাল শনিবার রাতে বরগুনার পাথরঘাটায় বরগুনা-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী সুলতান আহমেদের নির্বাচনী জনসভায় এই কথা বলেন।
ওই দিন শামীম আহসান বলেন, ‘ডাকসু নির্বাচনের পরে যে ডাকসু মাদকের আড্ডা ছিলে, যে ডাকসু বেশ্যাখানা ছিলে সেটা ইসলামী ছাত্রশিবির পরিবর্তন করতে সক্ষম হয়েছে। এই বাংলাদেশ থেকে সব প্রকার অন্যায়, সব প্রকার চাঁদাবাজি, সব প্রকার দুর্নীতি এটা উৎখাত করতে জামায়াতে ইসলামী সক্ষম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের পাঠানো এক বিবৃতিতে জামায়াতের ওই নেতার বক্তব্যকে ‘কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্যে’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই অশ্লীল, কুরুচিপূর্ণ, অশালীন ও অর্বাচীন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। তার এই বক্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমর্যাদা, সুনাম, ঐতিহ্য ও সম্মানকে চরমভাবে ক্ষুণ্ন করেছে।’
অবিলম্বে তার এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।