ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ডেকোরেটরের সামগ্রী সরানোর অভিযোগ উঠেছে শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত হলেন শাখা বৈছাআ'র যুগ্ম সদস্য সচিব বাঁধন বিশ্বাস স্পর্শ।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে আজিজ ডেকোরেটরের চেয়ার, বৈদ্যুতিক তার ও অন্যান্য সামগ্রী সরানোর এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আজিজ ডেকোরেটরের এক কর্মকর্তা বলেন, আমরা মেইন গেইটে কাজের এক পর্যায়ে কিছু সামগ্রী আনতে দোকানে যাই। পরে এসে দেখি ৫০টি চেয়ার, বৈদ্যুতিক তার ও ক্যাবল নেই। কে বা কারা এ কাজ করেছে তা আমরা জানি না।
তবে সামগ্রী সরানোর অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত বাঁধন বলেন, ডেকোরেটরের মালিকের সাথে পূর্বে আমার ইন্টারনাল ঝামেলা ছিলো। গতকাল মেইন গেইটে আবার তিনি ঝামেলা করেন। এক পর্যায়ে উচ্চবাক্য করে, আমার বাপ তুলে বাজে কথা বলে। পরে তিনি বাজারের দিকে চলে গেলে আমি হলের দিকে চলে আসি। মেইন গেইট থেকে আমি কোনো কিছু সরায়নি।
আজিজ ডেকোরেটরের মালিক বলেন, একটা ছেলের সাথে আমার কথাকাটাকাটি হয়। কিন্তু খারাপ কোনো কথা তাকে বলা হয়নি।
এদিকে সাদ্দাম হোসেন হলের গেস্ট রুমে আজিজ ডেকোরেটরের কিছু সামগ্রী আছে বলে গুঞ্জন ওঠে। পরে সরেজমিনে দেখা যায়, রুমটি লাইট বন্ধ ও তালা বন্ধ অবস্থায় পাওয়া যায়। হলের দায়িত্বরত কর্মকর্তা তালা খুললে সেখানে চেয়ার, বৈদ্যুতিক তার ও ক্যাবল পাওয়া যায়। তবে কে বা কারা এ কাজটি করেছে তা বলতে পারেননি দায়িত্বরত কর্মকর্তা।
দায়িত্বরত কর্মকর্তা তুহিন বলেন, আমার ডিউটি শুরু হওয়ার আগে রুমটি তালা বন্ধ ছিলো। পূর্বের কর্মকর্তা থেকে চাবি নেই। কিন্তু তালাবন্ধের বিষয়ে আমি কিছু বলতে পারবো না।
এ বিষয়ে শাখা বৈষম্যবিরোধীর আহ্বায়ক এস এম সুইট বলেন, ব্যক্তিগত কোনো ঝামেলা থাকলে তার ঝেড়ে কেউ কিছু করলে আমার কিছু বলার নাই। তবে সংগঠনের পক্ষ থেকে এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
শীর্ষনিউজ