ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যাত্রীবাহী বাস ও ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় যাত্রীবাহী বাসের অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার নওপাড়া এলাকায় প্রাণিসম্পদ কার্যালয় সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন। তিনি জানান, ফরিদপুর থেকে ভাঙ্গামুখী একটি ইটবোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার নিহত হন। গুরুতর আহত অবস্থায় ট্রাকের চালককে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় বাসের অন্তত ৮ থেকে ১০ জন যাত্রী গুরুতর আহত হন। তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া আরও ১০ থেকে ১২ জন যাত্রী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ওসি মো. হেলাল উদ্দিন আরও জানান, প্রাথমিকভাবে নিহত ও আহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশের তদন্ত ও উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।