Image description

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, উত্তরবঙ্গের কৃষির গুরুত্ব বিবেচনায় একাধিক কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয়তা রয়েছে। আমাদের নির্বাচনে জয়ী করলে গাইবান্ধায় অগ্রাধিকার ভিত্তিতে কৃষি বিশ্ববিদ্যালয় করা হবে।  

শনিবার গাইবান্ধার পলাশবাড়ী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াত আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় পণ্য বিশ্ববাজারে পৌঁছে দিতে ইপিজেড করা হবে। একইসাথে  অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে তিনি বালাশী ও বাহাদুরাবাদকে সেতুর মাধ্যমে যুক্ত করা হবে। যদি পাচার হওয়া বা চুরির টাকা ফেরত আনা যায় এবং নতুন করে চুরি বন্ধ করা যায়, তবে দেশের উন্নয়ন অত্যন্ত দ্রুতগতিতে হবে।

তিনি আরও বলেন, উত্তরবঙ্গের জীবন ও জীবিকা মূলত নদীকেন্দ্রিক। কিন্তু গত ৫৪ বছরের সরকারগুলোর অবহেলায় তিস্তা, ধরলা, করতোয়া এবং ব্রহ্মপুত্রের মতো নদীগুলো আজ মৃতপ্রায় কঙ্কালে পরিণত হয়েছে। নদীগুলো বন্ধ হয়ে যাওয়ায় উত্তরবঙ্গের মাটি আজ মৃতপ্রায় এবং মানুষের রিজিকের দুয়ার বন্ধ হয়ে যাচ্ছে। এই সমস্যা সমাধানে তিস্তা মহাপরিকল্পনা ও নদীগুলোকে পুনর্জীবিত করা হবে। যাতে উত্তরবঙ্গকে একটি কৃষিভিত্তিক রাজধানীতে রূপান্তর করা যায়।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের ৬৪টি জেলাতেই মেডিকেল কলেজ গড়ে তোলা হবে। (বর্তমানে ৩১টি জেলায় নেই)। এছাড়া সরকারি-বেসরকারি বা যৌথ উদ্যোগে বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। এতে মানুষের সময় ও অর্থের অপচয় কমবে। 

এসময় গাইবান্ধা জেলার ৫টি আসনের প্রার্থীদের প্রতীক তুলে দেন জামায়াত আমির।

বিডি প্রতিদিন