Image description

অসুস্থ হয়ে গণসংযোগ সাময়িক স্থগিত করলেও সুস্থ বোধ করায় পুনরায় প্রচারণায় নামলেন ঢাকা-৮ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে শান্তিনগর এলাকায় গণসংযোগকালে অসুস্থ বোধ করায় তিনি সাময়িক বিরতি নেন। পরে বেলা ১১টা ৪০ মিনিটে রাজধানীর বেইলি রোড এলাকা থেকে পুনরায় গণসংযোগ শুরু করেন তিনি।

প্রার্থীর মিডিয়া টিমের সদস্য শামিল আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, নাসীরুদ্দীন পাটওয়ারী বর্তমানে চট্টগ্রাম কমপ্লেক্স-বেইলি রোড এলাকায় গণসংযোগ করছেন।