Image description
 
 

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদে দেশজুড়ে চারদিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির।

 

সোমবার (১৯ জানুয়ারি) রাতে ছাত্র শিবিরের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়।

এতে বলা হয়, শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ও অনতিবিলম্বে শাকসু বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা।

ঘোষিত কর্মসূচিসমূহ-

২০ জানুয়ারি: দেশের সব ক্যাম্পাসসমূহে মানববন্ধন ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল।

২১ জানুয়ারি: সব জেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল।

২২ জানুয়ারি: সব উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল।

২৩ জানুয়ারি: ঢাকা মহানগরে বিক্ষোভ মিছিল।

এর আগে দুপুরে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ শাকসু নির্বাচন স্থগিতের আদেশ দেন।

এদিকে নির্ধারিত সময়ে শাকসু আয়োজিত না হলে বিশ্ববিদ্যালয়ের বিদ্যুতের লাইন পানি লাইন, গ্যাস সংযোগ ও খাবার সবকিছু বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শাবিপ্রবির শিক্ষার্থীরা।