Image description

আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচি ছাপিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মোহ যেন কাটছেই না জিমি নিশামের। ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ টি-টোয়েন্টি সিরিজ শুরু হতে চললেও এখনই বিপিএল ছাড়ছেন না এই কিউই অলরাউন্ডার। 

রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে বিপিএলের বাকি ম্যাচগুলো খেলতে জাতীয় দল থেকে ছুটি নিয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহীর প্রধান কোচ হান্নান সরকার।

নিশামের ত্যাগ পূর্বপরিকল্পনা অনুযায়ী, ১৭ জানুয়ারি চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ম্যাচ শেষেই ভারতের বিমান ধরার কথা ছিল নিশামের। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেওয়ার কথা থাকলেও রাজশাহীর অনুরোধে এবং নিজের আগ্রহে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে (এনজেডসি) রাজি করিয়েছেন তিনি। এর ফলে ভারতের বিপক্ষে অন্তত প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচে তাকে পাচ্ছে না নিউজিল্যান্ড।

সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি শেষ করে সিলেটে এসেই মাঠ কাঁপানো শুরু করেন নিশাম।

রাজশাহীর হয়ে এখন পর্যন্ত ৪টি ম্যাচ খেলেছেন তিনি। নকআউট পর্বের আগে দলের নির্ভরযোগ্য এই খেলোয়াড়কে রেখে দিতে মরিয়া ছিল রাজশাহী ম্যানেজমেন্ট। 

হান্নান সরকার জানান, ‘আমরা অনুরোধ করার পর নিশাম নিজে থেকেই আগ্রহ দেখান। নিজ দেশের ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ করে এনওসি (অনাপত্তিপত্র) জোগাড় করার পুরো কৃতিত্বই নিশামের।

আগামী ২০ জানুয়ারি প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রামের বিপক্ষে লড়বে রাজশাহী। দল ফাইনালে উঠলে ২৩ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে থাকতে হবে নিশামকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের শেষ আন্তর্জাতিক সিরিজ বাদ দিয়ে বিপিএলে থেকে যাওয়াকে টুর্নামেন্টের জন্য বড় প্রাপ্তি হিসেবে দেখছেন হান্নান সরকার। 

তিনি বলেন, ‘বিপিএল নিয়ে যখন নেতিবাচক আলোচনাও থাকে, তখন নিশামের মতো একজন তারকা খেলোয়াড় নিজের দেশের খেলা ছেড়ে এখানে থেকে যাওয়া আমাদের সবার জন্যই সম্মানের।’

নিশাম কোচকে কথা দিয়েছেন, রাজশাহী ফাইনালে উঠলে শিরোপা জয়ের লড়াই শেষ করেই তিনি ভারত সফরের উদ্দেশে রওয়ানা হবেন।