ঢালিউড সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে আবারও নতুন করে জল্পনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে শোবিজ পাড়ায় জোর গুঞ্জন—দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন বুবলী। সম্প্রতি একটি অনুষ্ঠানে তাঁর উপস্থিতি ও পোশাকের ধরন এই গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।
গুঞ্জনের সূত্রপাত গত বছরের শেষে ছেলে বীরকে নিয়ে শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় কাটিয়েছেন বুবলী। দেশে ফেরার পর থেকেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে নানামুখী আলোচনা চলছে। সম্প্রতি একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে বুবলী যখন সাদা পোশাকে মঞ্চে হাজির হন, তখন তাঁর শারীরিক পরিবর্তন ও হাঁটাচলার ধরন দেখে নেটিজেনরা দাবি করছেন, বুবলী স্পষ্টত ‘বেবিবাম্প’ আড়াল করার চেষ্টা করছেন।
রহস্যময় উত্তর অনুষ্ঠান শেষে মা হওয়ার বিষয়ে সাংবাদিকদের সরাসরি প্রশ্নের সম্মুখীন হন বুবলী। তবে খবরটি তিনি অস্বীকারও করেননি, আবার নিশ্চিতও করেননি। কৌশলী উত্তরে বুবলী বলেন, “ব্যক্তিগত বিষয় নিয়ে সাধারণ মানুষের কৌতূহল থাকবেই, আর আমি সেটাকে ইতিবাচকভাবেই দেখি। তবে আমার মনে হয়, এসব স্পর্শকাতর বিষয়ে কথা বলার জন্য একটি উপযুক্ত সময়ের প্রয়োজন। যখন কোনো ব্যক্তিগত অনুষ্ঠান হবে, তখনই এ নিয়ে বিস্তারিত জানানো শ্রেয়।”
ভুল সংবাদে বিরক্তি নিজের বক্তব্য ছাড়াই সংবাদ প্রকাশের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে এই অভিনেত্রী বলেন, “অনেকেই আমার সাথে কথা না বলে মনগড়া বক্তব্য জুড়ে দিয়ে নিউজ করছেন, যা অত্যন্ত দুঃখজনক। আমরা শুটিংয়ে থাকলে সবসময় ফোন ধরা সম্ভব হয় না, সেক্ষেত্রে অন্তত একটি মেসেজ দিয়ে রাখা উচিত।”
বর্তমানে বেশ কিছু নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন বুবলী। আগামী রোজার ঈদে তাঁর বড় পর্দায় ফেরার কথা রয়েছে। ব্যক্তিগত এই রহস্যের জট কবে খুলবে, এখন সেই অপেক্ষাতেই আছেন তাঁর ভক্তরা।