Image description

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কুমিল্লা-৬ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হাজী আমিন উর রশিদ ইয়াছিন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি দলীয় প্রার্থী মনিরুল হক চৌধুরীর প্রতি সমর্থন জানিয়ে তার স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন।

সোমবার (১৯ জানুয়ারি) কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড়স্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। এ সময় কুমিল্লা-৬ আসনের বিএনপির দলীয় প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনিরুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে হাজী ইয়াছিন বলেন, আমি দল করি ৩৪ বছর হয়েছে। গত ১৫ জানুয়ারি দলের চেয়ারম্যানের সঙ্গে গুলশান কার্যালয়ের দেখা করতে যায়। তখন তিনি বললেন আগামী নির্বাচন চ্যালেঞ্জিং। এই ক্ষেত্রে তিনি আমার কাছে সহযোগীতা চেয়েছেন এবং কুমিল্লা দক্ষিণ জেলার ৬টি সংসদীয় আসনে সমন্বয়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

সেখানেই আমি ওনাকে (তারেক রহমান) ওয়াদা দিয়েছি।  

তিনি বলেন, আমি দল করি দলকে ক্ষমতায় আনার জন্য, দলের আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য, দেশ এবং জাতীর কাছে পৌঁছে দেওয়ার জন্য। তারেক রহমানকে আমি শ্রদ্ধা করি, তিনি আমার দলের চেয়ারম্যান। ওনার প্রতি শ্রদ্ধা এবং দায়িত্ববোধ থেকেই আমি আমার স্বতন্ত্র নির্বাচনী মনোনয়ন দাখিল করেছিলাম তা আজ প্রত্যাহার করতে যাচ্ছি।

সকাল বেলা প্রত্যাহারের জন্য পাঠিয়েছি। জেলা প্রশাসক (ডিসি) না থাকায় এখনো হয়নি, বিকেল ৫টায় তিনি আসলে রিসিভ করবেন। এরপর আপনাদের (সাংবাদিক) জানিয়ে দেব।

এ সময় কুমিল্লা-৬ আসনের বিএনপির দলীয় প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, আপনারা যে যেখান থেকে এসেছেন কুমিল্লার ইতিহাসে কালের সাক্ষী হয়ে গেলেন। কুমিল্লার রাজনীতিতে যে বিভাজন আমাদের সংকটে ফেলেছে, বঞ্চনা ফেলে, প্রার্থীতায় আঘাত এনেছে এবং কুমিল্লাকে এগিয়ে নিতে সমস্যা হয়েছে।

আমার মনে হয় সব সমাধানের পথে হাজী ইয়াছিনের এই সিদ্ধান্ত এবং তার সাথে আমার একসঙ্গে কাজ করার সুযোগ আগামীদিনে পথ এবং ফাতেহ সৃষ্টি করবে।

 

তিনি আর বলেন, এই সমজতায় পেছন থেকে যিনি ভূমিকা রেখেছেন তিনি আমাদের প্রিয় জাকারিয়া তাহের সুমন এবং উভয় পক্ষের কিছু নেতৃবৃন্দ। তাদেরকে আমি কৃতজ্ঞতা জানায়। এটা কুমিল্লার জন্য প্রয়োজন ছিল। আমরা কুমিল্লা এগিয়ে নেওয়া উচিত ছিল স্বাধীনতার পরে। আমরা নিতে পারি নাই। তার পেছনে উন্নতম কারণ আমাদের এবং বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিভাজন। আজকে সেই পথটা নতুন দিগন্তে উম্মচিত হলো। আমি দলের কাছে কৃতজ্ঞ। রক্ত দিয়ে হলেও এই ঋণ শোধ করবো।

এ সময় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন, বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাউয়ুমসহ জেলা, মহানগর ও আদর্শ সদর উপজেলার বিএনপি, যুবদল ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।