ঘটনা কাকতালীয় নয়। এ বন্ধন অনেক আগের। চারদলীয় জোটের সময়ও। এবারো তার ব্যতিক্রম ঘটেনি। বিএনপি’র সঙ্গে জোটবদ্ধ হওয়া জমিয়ত নেতারা ভরসা রাখছেন বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের ওপরও। নির্বাচনী সমাবেশ শুরু করতে সিলেটে আসছেন তারেক রহমান। ২১শে জানুয়ারি ঢাকার বাইরে প্রথম যে জেলায় পা রাখছেন সেটি হচ্ছে পুণ্যভূমি সিলেট। এটি শ্বশুরবাড়িও। এই আগমনকে গর্বের আগমন হিসেবে আখ্যা দিচ্ছেন বিএনপি নেতারা। সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করে তারেক রহমান দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাজারের পার্শ্ববর্তী আলীয়া মাদ্রাসা ময়দানে প্রথম নির্বাচনী বক্তৃতা করবেন। তার এই বক্তৃৃতা শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন সিলেটবাসী। বিএনপি নেতারা পুরোদমে ব্যস্ত। হাতে সময় কম, সেরে নিতে হবে প্রস্তুতি। এই প্রস্তুতিতে রাখা যাবে না কোনো কমতি। সবাই ব্যস্ত। নেতাকর্মীরা ছুটছেন গ্রামে গ্রামে। দাওয়াত পৌঁছাচ্ছেন মানুষের কাছে। শনিবার থেকে শুরু হয়েছে মাইকিং। গোটা জেলা জুড়েই চলছে প্রচারণা। তারেক রহমান আসছেন। দীর্ঘ দুই যুগ পর তার এই পদার্পণকে ঘিরে নগর সাজছে ভিন্ন সাজে। যতই দিন যাচ্ছে গোটা সিলেট নগর পরিণত হচ্ছে উৎসবের সাজে। এই উৎসবে শরিক উপমহাদেশের প্রাচীন দল জমিয়তে উলামায়ে ইসলামও। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র শরিক তারা। সিলেটেই বাড়ি দলীয় প্রধান মাওলানা ওবায়দুল্লাহ ফারুকের। তিনি এবার সিলেট-৫ আসন থেকে মনোনয়ন পেয়েছেন।
ওই আসনে নেই ধানের শীষের কোনো প্রার্থী। বিএনপি’র নেতারাও তাকে ছাড় দিয়েছেন। ভোটের জন্য প্রস্তুত মাওলানা ওবায়দুল্লাহও। সিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী জানিয়েছেন, জমিয়ত হচ্ছে জোটের শরিক দল। সুতরাং নির্বাচনে তাদের সঙ্গে বিএনপি’র বাঁধন একই সুতোয় গাঁথা। বিএনপি’র চেয়ারম্যান সিলেটে যে সমাবেশ করবেন, সেই সমাবেশে তিনি সিলেট ও সুনামগঞ্জের মোট ১১ জন প্রার্থীকে জনতার সামনে পরিচয় করে দেবেন। এ পরিচয়ে থাকবেন সিলেট-৫ আসনের প্রার্থী ওবায়দুল্লাহ ফারুকও। তিনি বলেন, দলীয় প্রধান সুনামগঞ্জ সফরে যাচ্ছে না। এজন্য সুনামগঞ্জের ৫ প্রার্থী ও দলীয় নেতাকর্মীরা সিলেটের সমাবেশে যোগ দেবেন। এ সমাবেশে সিলেট ও সুনামগঞ্জের জমিয়ত নেতাকর্মীরাও উপস্থিত থাকবেন বলে জানান তিনি। জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী মানবজমিনকে জানিয়েছেন, সিলেটের আলীয়া মাদ্রাসা ময়দানে বিএনপি’র পাশাপাশি জমিয়তের বিপুলসংখ্যক নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। আমরা দলীয়ভাবে প্রস্তুতি নিয়েই এ সমাবেশে দলে দলে যোগ দেবো। আজ রোববার সিলেট বিএনপি’র নেতাকর্মীদের সঙ্গে বৈঠক রয়েছে। ওই বৈঠকে সার্বিক বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানান। মাওলানা মালিক জানান, শুধু সিলেট নয়, গোটা দেশেই ভোট প্রচারণায় যেখানে সমাবেশ হবে সেখানেও বিএনপি’র সঙ্গে জমিয়তের নেতারা থাকবেন। যেহেতু জোটবদ্ধ নির্বাচন সেখানে আন্তরিকতার কোনো ঘাটতি থাকবে না বলে জানান তিনি।
এদিকে, তারেক রহমানের সিলেটের সমাবেশ অনুষ্ঠিত হবে ২২শে জানুয়ারি সকালে। ভোর থেকে সমাবেশের জন্য প্রস্তুত থাকবে সিলেট। আজ থেকে নগরের আলীয়া মাদ্রাসা মাঠে মঞ্চ তৈরির কাজ শুরু করা হবে। বিএনপি নেতারা জানিয়েছেন, অতীতে বিএনপি’র চেয়ারপারসন যতবার সিলেটে এসেছেন ততবারই ধারণার বাইরে মানুষের সমাগম ঘটেছে। এবারের সমাবেশেও ৪ থেকে ৫ লাখ মানুষ উপস্থিত থাকবেন। শুধু বিএনপি নয়, সিলেট ও সুনামগঞ্জের সাধারণ মানুষও নেতার বক্তব্য শুনতে দলে দলে আসবেন। বিএনপি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-৫ আসনের প্রার্থী কলিম উদ্দিন মিলন জানিয়েছেন, সিলেটের জনসভা জনস্রোতে পরিণত হবে বলে আমরা ধারণা পাচ্ছি। আগামী দিনের প্রধানমন্ত্রী বাংলাদেশ নিয়ে সিলেটবাসীকে যে ম্যাসেজ দেবেন সেটিই হবে আগামীর বাংলাদেশ। আরেক সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী জানিয়েছেন, এ যেন সিলেটবাসীর এক পরম পাওয়া। দলের প্রধানের সমাবেশকে ঘিরে সিলেটে উৎসবপূর্ণ পরিবেশ বিরাজ করছে। এই উৎসব ভোট পর্যন্ত থাকবে বলে জানান তিনি।