Image description
 

পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা উপজেলা) আসনভুক্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- বিদ্যমান কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বিএনপির কেন্দ্রীয়  কার্যালয় থেকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়। কেন্দ্রীয়  বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত ওই চিঠিতে গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্তিকরণের নির্দেশ দেওয়া হয়। 

 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি উপজেলা) আসনভুক্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চারটি ইউনিটের বিদ্যমান কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয়  কার্যালয় থেকে পাঠানো  কেন্দ্রীয়  বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত  চিঠিতে পটুয়াখালী-১ আসনের পটুয়াখালী পৌরসভা , সদর উপজেলা, দুমকি উপজেলা  এবং মির্জাগঞ্জ উপজেলা বিএনপির বিদ্যমান কমিটিগুলো স্থগিতের নির্দেশ দেওয়া হয়। এই দুটি চিঠিই  পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনের বরাবরে পাঠানো হয়েছে।  

 

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন বলেন, ‘কমিটি বিলুপ্তি ও স্থগিতের বিষয়ে আমরা আগে থেকে অবগত ছিলাম না। তবে যেহেতু সিদ্ধান্তটি কেন্দ্র থেকে এসেছে, কেন্দ্রের সিদ্ধান্তই আমাদের জন্য চূড়ান্ত।’