Image description

নগরবাসীর জানমালের নিরাপত্তার স্বার্থে ৩৩০ সন্ত্রাসীর নামের তালিকা প্রকাশ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটিন পুলিশ (সিএমপি) কমিশনার। এই তালিকায় সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক এমপি আব্দুস ছালাম, আব্দুল লতিফ, মহিউদ্দিন বাচ্চু, ফজলে করীম, নোমান আল মাহমুদ, সাবেক মেয়র আ জ ম নাছির, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, ফজলে করীমের ছেলে ফারাজ করীম, মহানগর বিএনপির প্রচার সম্পাদক শওকত আজম খাজাসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের অন্তত ১২ জনের নাম আছে।

নাম-ঠিকানা প্রকাশ করে তাদের মহানগর এলাকা থেকে বহিষ্কার, নগরে প্রবেশ এবং তাদের অবস্থান নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে সিএমপি কমিশনার৷ তবে তালিকায় মৃত এক ব্যক্তির নামও আছে। ওই ব্যক্তি চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আতাউল্লাহ চৌধুরী।

শনিবার (১৭ জানুয়ারি) সিএমপি কমিশনার হাসিব আজিজ সাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অধ্যাদেশ ১৯৭৮ এর ৪০, ৪১ ও ৪৩ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে চট্টগ্রাম মহানগর এলাকায় অবস্থানরত বিভিন্ন দুষ্কৃতকারীদের মহানগরী এলাকা থেকে বহিষ্কার এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের মহানগরী এলাকায় প্রবেশ এবং অবস্থান নিষিদ্ধ করা হলো। তালিকার ২২৭ নম্বরে থাকা সাবেক কাউন্সিলর আতাউল্লা চৌধুরী ইতিমধ্যে মারা গেছেন। মৃত ব্যক্তি কিভাবে শহর থেকে বহিষ্কার করা হবে?

এ বিষয়ে সিএমপির সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ সংবাদ মাধ্যমেকে বলেছেন, বিষয়টি সম্পর্কে যাচাই করে তালিকা সংশোধন করা হবে৷

তালিকায় থাকা অনেকেই ইতিমধ্যে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। তাদের বিষয়ে জানতে চাইলে সিএমপির এই কর্মকর্তা বলেন, যারা আটক বা গ্রেপ্তার আছেন তারা আটক থাকবে। তারা যাতে বের হতে না পারে সেই জন্যে তালিকাতে তাদের নাম দেয়া আছে৷