Image description

সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। এ জন্য নির্ধারিত কর্মসূচি স্থগিত করে নতুন ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত ১২টা ৫১ মিনিটে ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

ওই পোস্টে বলা হয়, বুধবার দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে।

কর্মসূচি স্থগিত করে নতুন ঘোষণা ইনকিলাব মঞ্চের

এ উপলক্ষ্যে ইনকিলাব মঞ্চের কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে। সবাইকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।