Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন জমাদানের আগে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে লালমনিরহাট ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার হাসান রাজিব প্রধানের প্রতিনিধিকে ২০ হাজার ও জামায়াতের প্রার্থীর আনোয়ারুল ইসলাম রাজু প্রতিনিধিকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

সোমবার (২৯ ডিসেম্বর) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ব্যারিস্টার হাসান রাজিব প্রধানের বাসভবনের সামনে মনোনয়নপত্র জমা দানের আগে অধিক লোক সমাগম করায় ২০ হাজার টাকা ও জামায়াতের মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজুর প্রতিনিধি জগতবেড় ইউনিয়নে দলের প্রতীক দিয়ে প্রচারণার সময় ৫ হাজার টাকা জরিমানা করেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর ফয়সাল আলী, এসময় উপস্থিত ছিলেন পাটগ্রাম থানার ওসি নাজমুল হক।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫ এর ৯ এর (ঘ) ধারায় অধিক লোক সমাগম করায় রাজনৈতিক দল বিএনপিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদের পক্ষে উপজেলা প্রতিনিধি জরিমানা পরিশোধ করেন। এদিকে জামায়াতের প্রার্থীর প্রতীক নিয়ে প্রচারণা করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে । তাদের পক্ষে জামায়াতের জগতবেড় ইউনিয়ন প্রতিনিধি জরিমানা পরিশোধ করেন।

জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর ফয়সাল আলী জানান, আচরণবিধি লঙ্ঘন করায় রাজনৈতিক দল বিএনপিকে ২০ হাজার টাকা ও জামায়াতকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দলের পক্ষে তাদের সদস্য এ জরিমানা পরিশোধ করেন।