Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ও হোস্টেলগুলোতে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ স্বাক্ষরিত এক নোটিশে বিষয়টি জানানো হয়েছে।

নোটিশে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে স্ব স্ব হল ও হোস্টেলের বৈধ শিক্ষার্থী ব্যতীত কোনো অপরিচিত বা বহিরাগত যেন কোনোভাবেই হলে অবস্থান করতে না পারেন—সে বিষয়ে যথাযথ তদারকি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।