Image description

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে তিনটি আসনে নির্বাচন করার কথা, সব কটিতে বিকল্প প্রার্থী প্রস্তুত রেখেছে দলটি। দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসনে খালেদা জিয়ার পাশাপাশি বিকল্প প্রার্থী, যাদের দলের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে তারাও মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

এর মধ্যে- দিনাজপুর-৩ আসনে দলটির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, বগুড়া-৭ আসনে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোরশেদ আলম মিল্টন ও ফেনী-১ আসনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু গতকাল সোমবার মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ দিনে খালেদা জিয়ার পাশাপাশি নিজেদেরও মনোনয়ন ফরম জমা দিয়েছেন। বিএনপি সূত্রে জানা যায়, অসুস্থতাজনিত কারণে বিএনপি চেয়ারপারসন নির্বাচনে অংশ নিতে না পারলে তার জন্য এসব আসনে বিকল্প প্রার্থীও রেখেছে দলটি। আর যদি বেগম জিয়া নির্বাচনে অংশগ্রহণ করে পরবর্তীতে এসব প্রার্থী তাদের মনোনয়ন ফরম প্রত্যাহার করে নিবেন।

তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি।

মোরশেদ আলম মিল্টন গণমাধ্যমকে বলেন, দলের হাইকমান্ডের সিদ্ধান্তেই চেয়ারপারসনের আসনে মনোনয়নপত্র দাখিল করছি। মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময়েই এ বিষয়ে হাইকমান্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
মনোনয়নপত্র জমা দিয়ে সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, আমাকে দলীয় হাইকমান্ড থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিতে বলা হয়েছে। আমি নির্দেশনা অনুযায়ী, মনোনয়নপত্র জমা দিলাম।

বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়নপত্র দাখিল
এদিকে বগুড়া ব্যুরো জানায়, গতকাল বেলা আড়াইটায় বগুড়ায় জেলা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে তার মনোনয়ন দাখিল করা হয়েছে। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছে বগুড়া সদর আসনের প্রার্থী তারেক রহমানের মনোনয়ন পত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি বগুড়া পৌর সভার সাবেক মেয়র জনাব রেজাউল করিম বাদশা, সাবেক মেয়র বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা অ্যাডভোকেট এ কে এম মাহবুবর রহমান, বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সাবেক এমপি মোশাররফ হোসেন, বগুড়া শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল প্রমুখ।

এছাড়া গাবতলী উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কাছে বগুড়া-৭ সংসদীয় আসনের প্রার্থী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন দাখিল করেন চেয়ারপাসরনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালুসহ দলের উপজেলা শাখার নেতৃবৃন্দ।
মনোনয়ন দাখিলের সময় জেলা রিটার্নিং ও উপজেলার সহকারী রিটার্নিং অফিসারদের কার্যালয় চত্বরে উৎসবের আমেজ তৈরি হয়।