Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি–২ আসনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ রাজ্জাক আলী সেলিমের পক্ষে মনোনয়নপত্র দাখিলের সময় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে বিস্ফোরক উপাদানবলী আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল চলাকালে ঝালকাঠি সদর থানা পুলিশ সাদাফ হোসেন (৩৫) ও মাকসুদুর রহমান (৪৩) নামের ওই দুইজনকে আটক করে পুলিশ হেফাজতে নেয়।

পুলিশ সূত্রে জানা যায়, বিকাল পাঁচটার দিকে আটক দুজনকে মামলা নং–০১, তারিখ ০১ সেপ্টেম্বর ২০২৪ অনুযায়ী বিস্ফোরক উপাদানবলী আইন, ১৯০৮ (২০০২ সালের সংশোধনী) এর ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আটক সাদাফ হোসেন নাসির উদ্দিনের ছেলে। তার বাড়ি ঢাকা মহানগরীর মিরপুর থানাধীন পল্লবী এলাকায়। অপর আটক মাকসুদুর রহমান মৃত সরাফত আলীর ছেলে। তার বাড়ি খিলগাঁও থানাধীন ইস্ট গোরান এলাকায়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে তাদের আটক করা হয়নি। পূর্বের একটি রাজনৈতিক মামলার প্রেক্ষিতে দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ রাজ্জাক আলী সেলিম ঝালকাঠি সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি। আটক দুজনের কোনো দলীয় পদ-পদবি না থাকলেও, মাকসুদুর রহমান প্রার্থী রাজ্জাক সেলিমের ভাগ্নে জামাই এবং সাদাফ হোসেন তার সম্পর্কে ভায়রার ছেলে বলে জানা গেছে।