Image description

দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগ ও টঙ্গীর মরকুন মসজিদের খতিব মহিবুল্লাহ অপহরণ নাটকের মাস্টারমাইন্ড আতাউর রহমান বিক্রমপুরীকে ডিএমপি পুলিশ কর্তৃপক্ষ গ্রেপ্তার করে টঙ্গী পূর্ব থানা পুলিশের মাধ্যমে সরকারের নির্বাহী আদেশে আটকাদেশ বলে কাশিমপুর কারাগারে হস্তান্তর করা হয়েছে। টঙ্গী পূর্ব থানা পুলিশ বুধবার (২৪ ডিসেম্বর) এ কার্যক্রম সম্পন্ন করে। জিএমপির অপরাধ দক্ষিণ বিভাগের উপকমিশনার মোহাম্মদ মুহিউদ্দীন আহমেদ  জনকণ্ঠকে এই তথ্য  নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে ৯০ দিনের আটকাদেশ ছিল আসামি আতাউর রহমান বিক্রমপুরীর। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ নরসিংদী থেকে তাকে গ্রেপ্তার করে টঙ্গী পূর্ব থানা পুলিশের নিকট হস্তান্তর করে। টঙ্গী পূর্ব থানা পুলিশ কড়া নিরাপত্তায়  আটকাদেশ বলে আসামীকে কাশিমপুর কারাগারে হস্তান্তর করেছে।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জনকণ্ঠকে বলেন, ‘আতাউর রহমান বিক্রমপুরীকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ১ এর শাখায় রাখা হয়েছে।