Image description

দেশে বিভিন্ন স্থানে গতকালও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে প্রার্থীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নপত্র বিতরণ করেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

বরিশাল : বরিশালের ছয়টি আসনের বিপরীতে ৩৮টি ফরম বিতরণ করা হয়েছে। সন্ধ্যায় বরিশালের রিটার্নিং কর্মকর্তার মিডিয়া সেল থেকে জানানো হয়, বরিশাল-১ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবদুুস সোবাহান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. রাসেল সরদার মেহেদি, নাগরিক ঐক্যের প্রার্থী মো. স্বপন সরদার ও জাতীয় পার্টির সেরনিয়াবাত সেকেন্দার আলী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বরিশাল-২ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির মনোনীত প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) তরিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল মন্নান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ নেছার উদ্দিন, খেলাফত মজলিসের মুন্সী মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের আ. হক ও এনসিপির সাহেব আলী। বাগেরহাট : বাগেরহাটের চারটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ ১৮ জন মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। এর মধ্যে জেলার চারটি সংসদীয় আসনের সবকটি থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপি থেকে বঞ্চিত বাগেরহাট-২ আসনের বিএনপির সাবেক এমপি এম এ এইচ সেলিম। বাগেরহাট-১ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির প্রার্থী কপিল ম ল, বিএনপির সাবেক দুই এমপি এম এ এইচ সেলিম ও এস এম মুজিবর রহমান, ইসলামী আন্দোলনের মুজিবর রহমান শামীম, এবি পার্টির মো. আমিনুল ইসলাম। গাজীপুর : গাজীপুর-২ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ হোসেন আলী আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

ঝিনাইদহ : চারটি সংসদীয় আসনে মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান (বিএনপি), জয়ন্ত কুমার কুন্ডু (বিএনপি স্বতন্ত্র), মাওলানা সরোয়ার হোসেন (ইসলামী আন্দোলন), মো. আসাদুজ্জামান (খেলাফত মজলিস), লাবাবুল বাশার (এনসিপি), ঝিনাইদহ-২ (সদর-হরিণাকুন্ডু) আসনে মনোনয়নপত্র নিয়েছেন এম এ মজিদ (বিএনপি), মো. ইব্রাহীম রহমান রুমী ওরফে বাবু (বিএনপি স্বতন্ত্র), মো. আসাদুল ইসলাম (বাসদ), ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনে মোহাম্মদ মেহেদী হাসান রনি (বিএনপি), মো. অধ্যাপক মতিয়ার রহমান (জামায়াত), মাওলানা সরোয়ার হোসেন (ইসলামী আন্দোলন), ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে মো. আবু তালেব (জামায়াত), মুর্শিদা খাতুন (বিএনপি স্বতন্ত্র), মো. সাইফুল ইসলাম ফিরোজ (বিএনপি স্বতন্ত্র) ও আবদুুল জলিল (ইসলামী আন্দোলন)।

গোপালগঞ্জ : জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে গোপালগঞ্জ-২ আসনে জাকের পার্টির প্রার্থী অ্যাভোকেট মাহমুদ হাসান ও গোপালগঞ্জ-৩ আসনে বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ইঞ্জিনিয়ার মো. মারুফ শেখ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গোপালগঞ্জ-১ আসন থেকে এবি পার্টির মো. প্রিন্স আল আমিন ও স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুল মনোনয়ন ফরম সংগ্রহ করেন। ফেনী : ফেনী-২ (সদর) আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান ঈগল প্রতীকের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু। ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

কুমিল্লা : কুমিল্লা-৬ (সদর ও সদর দক্ষিণ) আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমির কাজী দ্বীন মোহাম্মদ। দিনাজপুর : দিনাজপুর-৩ সদর আসন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। দুপুর ২টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রফিকুল ইসলামের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। চট্টগ্রাম : লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চট্টগ্রাম-১২ (পটিয়া) আসন থেকে দলটির মনোনীত প্রার্থী ও এলডিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি এম এয়াকুব আলীর পক্ষে তাঁর প্রতিনিধিরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দুপুরে চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

খাগড়াছড়ি : খাগড়াছড়ি ২৯৮ নম্বর সংসদীয় আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছে ইসলামী আন্দোলন। সকালে খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা কাউছার আজিজী জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ নিয়ে খাগড়াছড়িতে দলীয়ভাবে দুজন ও স্বতন্ত্র চারজন প্রার্থী মনোনয়ন ফরম নিয়েছেন।