Image description

ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের সামনে ‘অখ- হিন্দু রাষ্ট্র সেনার’ ব্যানারে গত শনিবার রাতে বিক্ষোভ হয়েছে। ২০ থেকে ২৫ জন বিক্ষোভকারী সেখানে বাংলাদেশবিরোধী সেøাগান দেয়। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেয়। গতকাল রোববার দিল্লি ও ঢাকায় কর্মরত বাংলাদেশের কূটনৈতিক সূত্রগুলো এ তথ্য জানিয়েছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, দিল্লির চাণক্যপুরীর কূটনৈতিক এলাকার নিরাপত্তাবেষ্টনী ভেদ করে ২০ থেকে ২৫ জনের উগ্রবাদী একটি দল চার থেকে পাঁচটি গাড়িতে বাংলাদেশ হাউসের মূল ফটকের সামনে চলে আসে। এ সময় তারা বাংলাদেশবিরোধী সেøাগান দিতে থাকে। শনিবার রাত ৮টা ৩৫ থেকে ৮টা ৫৫ মিনিট পর্যন্ত বিক্ষোভকারীরা বাংলাদেশ হাউসের সামনে অবস্থান করে।

বাংলাদেশ হাউসের গেটের সামনে এসে বিক্ষোভকারীরা কিছুক্ষণ সেøাগান দিতে থাকে। তারা বাংলা ও হিন্দি মিলিয়ে কথা বলছিল। এ সময় ‘হিন্দুদের নিরাপত্তা দিতে হবে’, ‘হাইকমিশনারকে ধর’ বলে সেøাগান দেয়া হয়।
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করে জানা গেছে, ‘অখ- হিন্দু রাষ্ট্র সেনার’ ব্যানারে বিক্ষোভকারীরা হাইকমিশনের সামনে সেøাগান দেয়ার পর চলে যায়।

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন অভিযোগ করেছেন যে, ভারতের পক্ষ থেকে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, একদল যুবক বাংলাদেশ হাইকমিশনের সামনে বাংলাদেশের ময়মনসিংহে দিপু চন্দ্র দাসের ঘটনার প্রতিবাদ করে সেøাগান দিয়েছে, কিন্তু বেস্টনি ভেদ করা বা নিরাপত্তা পরিস্থিতি তৈরির কোনো চেষ্টা ছিলো না।

যদিও ভারতের এ বক্তব্য গ্রহণ করেননি তৌহিদ হোসেন। এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেছেন, ‘আমাদের মিশন কূটনৈতিক এলাকার অনেকটা ভেতরে। হিন্দু চরমপন্থীদের ২৫ জনের একটি দল এতদূর পর্যন্ত আসতে পারবে কেনো। তার মানে তাদের আসতে দেওয়া হয়েছে’।