Image description
 

বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক (ডিজি) মাহবুবুল আলম ও তার ভাতিজা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (সহকারী অ্যাটর্নি জেনারেল) তানভীর হাসান জোহার মালিকানাধীন ভবনে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মাগুরা জেলা জজ আদালতের সামনের ‘জোহা ভবনে’ এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে দেখা যায়, দুই লিটারের পানির বোতলে ভরে আনা অকটেন ব্যবহার করে আগুন দেওয়া হয়েছে। আগুন দেওয়ার পর আশপাশের বাসিন্দারা চিৎকার শুনে ছুটে এসে পানি ও অন্যান্য উপকরণ ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি থেকে রক্ষা পায় ভবনটি। তবে ঘটনাকে কেন্দ্র করে পুরো শহরে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার প্রত্যক্ষদর্শী বজলু বলেন, প্রথমে ভেবেছিলাম সাধারণ কোনও আগুন। পরে যখন পানির বোতলে তেল দেখতে পাই, তখন সন্দেহ হয় পরিকল্পিত অগ্নিসংযোগ।

ভবনের বিপরীত পাশে থাকা তরুণ ডেকোরেটরের মালিক তরুণ কুমার বলেন, বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে দুর্বৃত্তরা আগুন দেয়। বিষয়টি খুবই উদ্বেগজনক।

ভবনের কেয়ারটেকার ইনজার আলী বিশ্বাস বলেন, আমি নিজের জন্য ওষুধ কিনতে গিয়েছিলাম চৌরঙ্গীমোড়ে। খবর পেয়ে দ্রুত এসে দেখি জানালার অংশে আগুন ছড়িয়ে পড়েছে।

ভবনটির তত্ত্বাবধানে থাকা তরুণ কুমার বলেন, ঘটনার বিষয়ে জিডিসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মাহবুবুল আলম বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা বলেন, ‘এটি একটি পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত হামলা বলে প্রতীয়মান হচ্ছে। নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল আমরা পরিদর্শন করেছি। আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্ত চলছে এবং আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’