Image description

এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মহাসচিবকে নিয়ে হাসপাতালে যান। সেখানে তারা চেয়ারপারসনের শারীরিক অবস্থার সর্বশেষ খোঁজ খবর নেন এবং মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন।

বেশ কিছু সময় মহাসচিব হাসপাতালে অবস্থান ও চেয়ারপারসনকে দেখে রাত ১২ টা ৩৫ মিনিট হাসপাতালে থেকে বের হন। কিন্তু খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে মহাসচিব বা এজেড এম ডা. জাহিদ হোসেন কেউ কোন কথা বলেননি।