Image description

সংযুক্ত আরব আমিরাতে জুলাই অভ্যুত্থানের সমর্থনে বিক্ষোভ করায় বন্দি হওয়া অবশিষ্ট ২৫ জন বাংলাদেশি আগামী ৩/৪ দিনের মধ্যেই মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার রাতে ফেসবুক পোস্টে তিনি এ তথ্য দিয়েছেন।

ফেসবুক আসিফ নজরুল লেখেন, সংযুক্ত আরব আমীরাত থেকে অবশিষ্ট বন্দীরা ফিরবেন আগামী ৩/৪ দিনের মধ্যে। এটা নিশ্চিত এখন।

এটা সম্ভব করার জন্য আমরা অনেক কাজ করেছি। এবিষয়ে এনসিপি-র প্রধান নাহিদ ইসলাম এবং প্রবাসী শাখার নেত্রী দিলশানা পারুল নিয়মিতভাবে যোগাযোগ রেখেছেন আমাদের সাথে। তাদের অভিনন্দন। জুলাই গনঅভ্যূত্থানের আরো বহু আকাঙ্ক্ষা তারা পৃুরণে কাজ করবে এই প্রত্যাশা থাকলো।