আগামী ১৬ ডিসেম্বরের পর দেশে আর অবৈধ মোবাইল ফোন বেচাকেনা চলবে না বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। তবে এর আগে কেনা সব ধরনের ফোন ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা এনইআইআরে নিবন্ধন করবে সংস্থাটি।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীতে এক আলোচনা সভায় বিটিআরসির কমিশনার মাহমুদ হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, সচল ফোন বন্ধ করবে না সরকার। আর দামি ফোন সহজলভ্য করতে টেলিকম অপারেটরদের কিস্তিতে বিক্রি করা ফোনে জানুয়ারি থেকে চালু হবে ক্যারিয়ার লক সুবিধা।
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর পর দেশের বৈধ ও অবৈধ হ্যান্ডসেটের বাজার কেমন হবে, তা নিয়ে রাজধানীতে এ আলোচনার আয়োজন করে টেলিকম সাংবাদিকদের সংগঠন টিআরএনবি।
বর্তমানে দেশে টেলিকম নেটওয়ার্কে ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি বা আইএমইআই ক্লোন করা স্মার্টফোন ১০ লাখের বেশি। এতে সাইবার ও মোবাইল ফোনে আর্থিক লেনদেনে নিরাপত্তা ঝুঁকি বাড়ছে। এবার ক্লোনসহ সব ধরনের অবৈধ ফোন নিবন্ধন করবে বিটিআরসি।
সচল থাকা কোনো ফোন বন্ধ হবে না বলেও নিশ্চিত করেছেন সংস্থাটির মহাপরিচালক।