নওগাঁর বদলগাছী উপজেলায় বরযাত্রীবাহী বাস উল্টে ১৫ জন আহত হয়েছেন।
সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা বিআরডিবি অফিসের সামনে সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
বরযাত্রীদের মধ্যে আকাশ নামে এক যুবক জানান, বাগমারা উপজেলার মচমইল গ্রামের জগদিশ চন্দ্রের ছেলে কনক কুমারের ছেলের বিয়েতে যোগ দিতে তারা জয়পুরহাট যাচ্ছিলেন। পথে সড়কের ডিভাইডারে ধাক্কা
লেগে বাসটি উল্টে যায়। এতে তাদের দলের ১৫ জন আহত হন।
আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং আরেকজনকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।
এদিকে বরবাহী মাইক্রোবাসটি দুর্ঘটনার কবলে না পড়ায় বর নিরাপদে আছেন।
বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের কাজ চলছে।