Image description
রোজা ঘিরে আগাম পরিকল্পনা, ট্রেড ইন্টেলিজেন্স ইউনিট গঠনের সুপারিশ

রোজার আগেই জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচন ঘিরে প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে পাড়ামহল্লায়। ভোট ঘিরে বাড়ছে টাকার প্রবাহ। এই বাড়তি টাকা যাতে ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি আরও বাড়িয়ে না দিতে পারে, সে বিষয়ে সতর্ক রয়েছে সরকার। এরই মধ্যে রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় রাখতে আগাম পরিকল্পনা গ্রহণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বাজার মনিটরিং প্রতিবেদন আমলে নিয়ে কিছু উদ্যোগ বাস্তবায়নের চিন্তাভাবনাও করছে মন্ত্রণালয়টি।

সূত্র জানায়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার বাজার মনিটরিংয়ের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। চলতি মাসের প্রথম সপ্তাহে এ বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ে। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এতে প্রধান অতিথি ছিলেন। ওই কর্মশালায় বাজার মনিটরিংয়ের ওপর বিভিন্ন প্রতিবেদন থেকে প্রাপ্ত কিছু সুপারিশ নিয়েও আলোচনা হয়েছে। বাজার মনিটরিংয়ের চ্যালেঞ্জগুলোও তুলে ধরা হয়েছে সেখানে।

অভিযান টের পেলেই দোকান বন্ধ করে চলে যায় : কর্মশালায় বাজার মনিটরিং ও টাস্কফোর্সের অভিযান পরিচালনায় বেশকিছু চ্যালেঞ্জ উঠে এসেছে। সেগুলো হলো : অধিকাংশ বাজার ও দোকানে হালনাগাদ মূল্যতালিকা টাঙানো থাকে না; ফলে পণ্যের দাম সঠিকভাবে যাচাই করা যায় না; খুচরা ব্যবসায়ীদের পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে পণ্য ক্রয়ের রশিদ সংগ্রহে অনীহা দেখা যায়; এর ফলে পণ্যের প্রকৃত মূল্য সম্পর্কে তথ্য ও ধারণা পাওয়া যায় না; বাজার মনিটরিং টিমের উপস্থিতি টের পেলেই দোকান মালিক/ বিক্রেতারা দোকান বন্ধ করে চলে যায়; সংশ্লিষ্ট বাজার পরিচালনা কমিটি বাজারে শৃঙ্খলা রক্ষা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সহযোগিতাপূর্ণ ভূমিকা রাখে না এবং বাজারে ট্রেড লাইসেন্সবিহীন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান পরিলক্ষিত হয়, যে বিষয়ে সিটি করপোরেশনের কার্যকর ভূমিকা দেখা যায় না।

ট্রেড ইনটেলিজেন্স ইউনিট গঠনের সুপারিশ : বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম শুধু উৎপাদন ও সরবরাহের ওপর নির্ভরশীল নয়; চাল, ডাল, তেল, চিনি, ডিম, আলু, পিঁয়াজসহ অনেক পণ্যের দাম নিয়ন্ত্রণ করে বাজার সিন্ডিকেট। এ সিন্ডিকেট ভাঙতে ট্রেড ইনটেলিজেন্স ইউনিট নামে একটি পৃথক গোয়েন্দা সংস্থা গঠনের বিষয়ে সুপারিশ উঠে আসে ওই কর্মশালায়। কর্মশালায় আসন্ন রমজানে পণ্যের দাম সহনীয় রাখতে আরও যেসব সুপারিশ নিয়ে আলোচনা হয়েছে সেগুলো হলো : বড় বাজারগুলোতে একাধিক টিমের একসঙ্গে অভিযান পরিচালনা করা; বাজারের দোকানগুলোতে তাৎক্ষণিক ট্রেড লাইসেন্স নবায়নের ব্যবস্থা গ্রহণ এবং ট্রেড লাইসেন্সের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিয়ে স্বয়ংক্রিয়ভাবে জরিমানা আদায়ের উদ্যোগ গ্রহণ।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বাণিজ্য সিন্ডিকেট মোকাবিলায় ট্রেড ইনটেলিজেন্স ইউনিট গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে, এটা নীতিনির্ধারণী কোনো সিদ্ধান্ত নয়। বর্তমানে মজুতদারিসহ পণ্য সিন্ডিকেটের বিষয়ে প্রতিবেদন দিয়ে থাকে সরকারের নিয়মিত গোয়েন্দা সংস্থাগুলো। ট্রেড ইনটেলিজেন্স ইউনিট গঠন হলে তারা বাণিজ্যভিত্তিক অনিয়মের বিষয়ে সার্বক্ষণিক নজরদারি করতে পারবে। উত্তর আমেরিকার দেশ বেলিজে ট্রেড ইনটেলিজেন্স ইউনিট অ্যান্ড ইকনোমিক রিসার্স ইউনিট আছে। বাংলাদেশেও অনুরূপ সংস্থা গঠন হলে পণ্যের উৎপাদন, আমদানি, সরবরাহ, মজুতদারি এবং আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিন্ডিকেট ধরতে সহায়তা করতে পারে।