Image description

আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেফতার হওয়া বাউল শিল্পী আবুল সরকারের পরিবারের ওপর নেমে এসেছে চরম দুঃসহ সময়। ভাঙাচোরা অনিশ্চয়তার এ মুহূর্তে হৃদয়ভাঙা কণ্ঠে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন স্ট্যাটাস দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন তার মেয়ে ইনিমা রোশনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া সেই স্ট্যাটাসে উঠে এসেছে এক পরিবারের নিরাপত্তাহীনতা, আতঙ্ক আর অসহায়তার কাহিনী।

ইনিমা লিখেছেন— ‘আপনারা সবাই হয়তো জানেন আমি এবং আমার পরিবার কী রকম একটা কঠিন সময় পার করছি। যারা এই দুঃসময়কে আরও দুর্বিষহ করে তুলছেন, তাদের কাছে কিছুই বলার নাই। শুধু চাই— কারও জীবনে যেন এই রকম দুঃসময় না আসে।’

স্ট্যাটাসে তিনি লেখেন- ‘পরিবারের সবাইকে নিয়ে সবসময়ই জীবন–ঝুঁকির ভেতর দিয়ে চলতে হচ্ছে। কারা কখন এসে আমাদের ঘর ভাঙে, পরিবারের কারো ওপর আঘাত হানে— এই চিন্তা মাথায় নিয়ে থাকতে হচ্ছে প্রতিদিন। অনেক কিছুই মাথার ওপর দিয়ে যাচ্ছে, সামলানো কঠিন হয়ে পড়ছে’।

অসহায় মুহূর্তে পাশে দাঁড়ানো মানুষদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইনিমা আরও লেখেন— ‘যে মানুষগুলো জীবনের ঝুঁকি নিয়ে আমাদের পাশে এসেছেন, তাদের প্রতি আমি অশেষ কৃতজ্ঞ। যে বাউল ভাইয়েরা আজ আহত হয়েছেন, তারা আসলে আমাদের পরিবারই। আমরা একে অপরের জন্য বাঁচি, একে অপরের জন্যই দাঁড়িয়ে থাকি।’

সবশেষে সবাই কাছে দোয়া চেয়ে ইনিমা লেখেন— ‘আপনারা আমাদের জন্য দোয়া করবেন— যেন আমরা নিরাপদ থাকি, সুস্থ থাকি।’

উল্লেখ্য, ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওরের জাবরা এলাকায় ‘খালা পাগলির মেলার’ এক পালাগানের আসরে বাউল শিল্পী আবুল সরকার ধর্ম অবমাননাকর মন্তব্য করেছেন— এমন অভিযোগ ওঠে। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনা শুরু হয়।

এরপর ১৯ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে তাকে আটক করে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন বাদী মুফতি মো. আবদুল্লাহ ঘিওর থানায় মামলা করলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।