আল্লাহ ও ইসলামকে নিয়ে কটূক্তি করা কারাবন্দি বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে মানববন্ধনকারী বাউল শিল্পীদের ওপর হামলার ঘটনায় ২০০ জনকে অজ্ঞাত আসামি করে মানিকগঞ্জ সদর থানায় মামলা হয়েছে।
সোমবার বিকালে সদর থানায় উপস্থিত হয়ে আহত বাউল শিল্পী জহিরুল ইসলামের বাবা আলাউদ্দিন ভূঁইয়া বাদী হয়ে মামলাটি করেন।
রোববার বিকালেই হামলার ঘটনা উল্লেখ করে পুলিশের পক্ষ থেকে পৃথক একটি জিডি করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে তৌহিদী জনতার দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, তৌহিদী জনতার বিশাল মিছিল বাসস্ট্যান্ড এলাকা হতে সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠের পাশে শহীদ স্মৃতিস্তম্ভের কাছে পৌঁছলে আগে থেকেই বাঁশ ও কাঠের লাঠি এবং লোহার রড, পাইপ ইত্যাদি নিয়ে ওতপেতে থাকা বাউল শিল্পী আবুল সরকারের ৪০-৫০ জন অনুসারী পুর্বপরিকল্পিতভাবে আলেম সমাজের শান্তিপূর্ণ সমাবেশের ওপর অতর্কিত হামলা করে। একপর্যায়ে দুপক্ষের মধ্যে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনায় আবুল সরকারের অনুসারীদের হামলায় তৌহিদী জনতার আব্দুল আলিমসহ ৩-৪ জন আহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তির অভিযোগে আবুল সরকারের ফাঁসির দাবিতে গত রোববার সকাল সাড়ে ১০টায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ করে তৌহিদী জনতা নামে ব্যানারে শত শত আলেম সমাজ। বিক্ষোভ শেষে তারা মিছিল নিয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠের পাশে শহীদ স্মৃতিস্তম্ভের সামনে সমবেত হয়। এ সময় আবুল সরকারের মুক্তির দাবিতে শহীদ রফিক সড়কে মানিকগঞ্জ প্রেস ক্লাব চত্বরে পূর্বঘোষিত মানববন্ধনের প্রস্তুতি নিতে বেশ কয়েকজন বাউল ওই এলাকায় অবস্থান করলে তৌহিদী জনতার মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে বেশ কয়েকজন মানববন্ধনে আসা বাউল শিল্পীদের ধাওয়া করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে বাউল আবুল সরকার মহারাজের পক্ষের তিনজন ভক্ত মারাত্মক আহত হন। অপরদিকে মারপিটের সময় তৌহিদী জনতার একজন আহত হন।
আহতরা হলেন- বাউল শিল্পী আব্দুল আলিম, আরিফুল ইসলাম ও জহিরুল ইসলাম এবং তৌহিদী জনতার আব্দুল আলিম। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হলেও রাত নামতেই নিজেদের নিরাপত্তাহীনতা অনুভব করে তিন বাউল শিল্পী হাসপাতাল ছাড়তে বাধ্য হন। বিপরীতে তৌহিদী জনতার আহত সদস্য এখনো চিকিৎসাধীন।
মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, বাউল শিল্পীদের ওপর তৌহিদী জনতার হামলার ঘটনায় আহত বাউল শিল্পী জহিরুল ইসলামের বাবা হরিরামপুরের আলাউদ্দিন ভূঁইয়া বাদী হয়ে সোমবার সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে হামলার ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে। এছাড়া রোববারের ঘটনা উল্লেখ করে পুলিশের পক্ষ থেকে পৃথক একটি জিডি করা হয়েছে বলে জানান তিনি।
এর আগে গত ৪ নভেম্বর মানিকগঞ্জ জেলার ঘিওরের জাবরা এলাকায় খালা পাগলীর বাৎসরিক পালাগানের আয়োজনে ধর্ম নিয়ে কটূক্তি করেন বাংলাদেশ বাউল সমিতির সভাপতি মহারাজ আবুল সরকার। ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে গত বৃহস্পতিবার ২০ নভেম্বর তাকে মাদারীপুর থেকে গ্রেফতার করে মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশ।
এরপর আবুল সরকারকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন মানিকগঞ্জ সিনিয়র জুডিশিয়াল আদালত। গত রোববার আবুল সরকারের জামিন শুনানি হলে আদালত দ্বিতীয় দফায় তার জামিন নামঞ্জুর করেন।