ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশে গতি পেয়েছে বিএনপি-জামায়াত মনোনীত প্রার্থীদের নির্বাচনি প্রচারণা। প্রতিদিনই তারা নিজ নিজ এলাকায় গণসংযোগ, পথসভা, কর্মিসভা, লিফলেট বিতরণ ও উঠান বৈঠকসহ নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে প্রার্থীরা ঘরে ঘরে গিয়ে ভোটারদের সমর্থন চান এবং বর্তমান জাতীয় পরিস্থিতি ও দলীয় বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। ঢাকাসহ বিভাগীয় শহর, জেলা ও উপজেলা পর্যায়েও একই চিত্র দেখা গেছে। গতকাল দিনের বিভিন্ন সময়ে অনেক প্রার্থী বাজার, মহল্লা ও জনবহুল এলাকায় প্রচার-প্রচারণায় অংশ নেন। ফ্রি মেডিকেল ক্যাম্পও করেন অনেক প্রার্থী। কর্মসূচিতে অংশ নেওয়া নেতা-কর্মীরা জানান, জনগণের কাছ থেকে তারা ইতিবাচক সাড়া পাচ্ছেন এবং নির্বাচন ঘিরে মাঠে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে এসব চিত্র পাওয়া গেছে।
চাঁদপুর : চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী সহস্রাধিক বাইকে নেতা-কর্মীদের অংশগ্রহণে শোভাযাত্রা করেছেন। গতকাল সকালে উপজেলা বাসস্ট্যাণ্ড থেকে শোভাযাত্রা বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। বাইক শোভাযাত্রাপূর্ব সভায় আরও বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা ইউনুছ হেলাল, সেক্রেটারি সাখাওয়াত হোসেন, আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সেক্রেটারি মো. হারুন অর রশীদ, পৌর জামায়াত আমির মাও. মিজানুর রহমান প্রমুখ।
নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামানের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে গতকাল শহরের হাজীগঞ্জ গুদারাঘাট এলাকায় দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
সোনারগাঁ : নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে সম্প্রীতি সমাবেশ করা হয়েছে। গতকাল বিকালে পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য, সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আয়শা আক্তার দীনা ও নারায়ণগঞ্জ মহিলা দলের সাবেক সভাপতি নুরুন নাহার। উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোতাবেক মিয়া, উপজেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম ও যুগ্ম-সম্পাদক আতাউর রহমান, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল মেম্বার ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু প্রমুখ।
রংপুর : বদরগঞ্জ উপজেলায় মোটরসাইকেল শোডাউন করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের প্রার্থী এ টি এম আজহারুল ইসলাম। দলীয় নেতা-কর্মীদের নিয়ে উপজেলার সাহাপুর মাঠে মোটরসাইকেল শোভাযাত্রায় প্রায় ৪ হাজার মোটরসাইকেল নিয়ে উপজেলার সাহাপুর মাঠ থেকে শোডাউন শুরু করে বদরগঞ্জ উপজেলার শ্যামপুর, নাগেরহাট, পদাগঞ্জ, লোহানীপাড়া, ওসমানপুর, ট্যাক্সেরহাট, গোপীনাথপুরের বটেরহাট, লালদীঘি ধোলাইঘাট, তারাগঞ্জের ইকরচালী, হাড়িয়ালকুঠি, শেখেরহাট হয়ে আবারও সাহাপুর মাঠে গিয়ে শেষ হয়।
ভাঙ্গা : ফরিদপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ নির্বাচনি এলাকায় নারী সমাবেশ করেছেন। গতকাল বিকালে নগরকান্দা শহীদ মুক্তিযোদ্ধা আক্রমুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয় মাঠে নারী সমাবেশে সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা মহিলা দলের সভাপতি নার্গিস আক্তার। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহমুদা ইসলাম।
বরিশাল : প্রায় ১ হাজার মোটরসাইকেল নিয়ে উজিরপুরে গণসংযোগ করেছেন বরিশাল-২ আসনের জামায়াতের প্রার্থী আবদুল মান্নান মাস্টার। সকালে উজিরপুর পৌরসভার ডব্লিউবি ইউনিয়ন ইনস্টিটিউশন মাঠ থেকে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে গণসংযোগ শুরু করেন। এর আগে উপজেলা জামায়াতের আমির আবদুল খালেক মাস্টারের পথসভা করা হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও বরিশাল জেলা জামায়াতের নায়েবে আমীর আবদুল মান্নান।
ব্রাহ্মণবাড়িয়া : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে নবীনগরে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকালে নবীনগর সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি প্রার্থী এম এ মান্নান। নবীনগর পৌর বিএনপির সভাপতি উবায়দুল হক লিটনের সভাপতিত্বে জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান আবুল বাসার, সহসভাপতি এবং নবীনগর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান এস কে হেলাল, শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আর মজিব, উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম হোসেন টিটু এবং উপজেলা মহিলা দলের আহ্বায়ক প্রফেসর নাইলা ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
নীলফামারী : নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে জামায়াতে মনোনীত প্রার্থী ও দলটির জেলা শাখার আমির অধ্যক্ষ মাওলানা আবদুস সাত্তার মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। গতকাল সকালে ইসলামিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে শোডাউনটি শুরু হয়ে সরদার হাট, কেয়ার বাজার, নাউতারা বাজার, চাপানিরহাট, ডালিয়া বাজার, শুটিবাড়ী বাজার, খোড়ারডাঙ্গা বাজার পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়কজুড়ে মোটরসাইকেলের দীর্ঘ সারি তৈরি হয়।
সাতক্ষীরা : সাতক্ষীরা-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আবদুল খালেকের নেতৃত্বে গতকাল সকালে মোটরসাইকেল র্যালি বের হয়। র্যালিটি বাইপাস সড়ক হয়ে সদরের ১৪টি ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আগরদাড়ি ইউনিয়নে গিয়ে শেষ হয়। হাজারো মোটরসাইকেল শোভাযাত্রায় উৎসবমুখর পরিবেশে সড়কের দুই পাশে পথচারী ও স্থানীয় জনতা হাত নেড়ে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : গতকাল দুপুরে ডেমরায় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ঢাকা-৫ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন। ঢাকা মহানগরী কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৫ নির্বাচনি এলাকার পরিচালক আবদুস সালামের সভাপতিত্বে একটি চাইনিজ পার্টি সেন্টার অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লক্ষ্মীপুর : কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে দুটি বিশাল শোভাযাত্রা করেছেন লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) ও লক্ষ্মীপুর-৩ আসনের জামায়াতের মনোনীত দুই সংসদ সদস্য প্রার্থী। একই সময়ে ভিন্ন ভিন্ন জায়গায় আয়োজিত শোভাযাত্রায় অন্তত ৮ হাজার মোটরসাইকেল অংশ নেয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা নিজস্ব খরচে এ শোভাযাত্রায় অংশ নেন। এ সময় দুই প্রার্থী এ আর হাফিজ উল্লাহ ও মুহাম্মদ রেজাউল করিম উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁও : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেনের মোটরসাইকেল শো-ডাউন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে শো-ডাউন শুরু হয়ে সারাদিন নির্বাচনি এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
নাটোর : নাটোর সদর আসনে কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে বড় ধরনের নির্বাচনি শোডাউন করেছে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস আলী। গতকাল সকালে উপজেলার দিঘাপতিয়া পি এন উচ্চবিদ্যালয় মাঠ থেকে সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে এ শোভাযাত্রা শুরু হয়। এতে এমপি প্রার্থী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক ইউনুস আলী শোভাযাত্রার নেতৃত্ব দেন।
জামালপুর : জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী অ্যাডভোকেট আবদুল আওয়ালের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা হয়েছে। সরিষাবাড়ী উপজেলার ভাটারা বাজার থেকে শুরু হয়ে মোটরসাইকেল শোভাযাত্রাটি পৌরসভা, বগারপাড়, তারাকান্দি, পিংনা, আওনা, ডোয়াইল, সেংগুয়া, সানাকৈর, রঘুনাথপুরসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দিগপাইত গিয়ে শেষ হয়। দীর্ঘ মোটরসাইকেলের সারি, দলীয় পতাকা ও ব্যানারে সজ্জিত শোভাযাত্রায় প্রায় এক হাজার মোটরসাইকেল অংশ নেয়।