Image description
চলছে সংসদ নির্বাচন প্রস্তুতি

পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রথম দিনে প্রায় সাড়ে তিন হাজার ভোটার নিবন্ধন করেছেন। গতকাল আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন প্রকল্পের টিম লিডার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান এ তথ্য জানান। প্রবাসী বাংলাদেশি ভোটার ও দেশের ভিতরের তিন ধরনের ব্যক্তির জন্য মঙ্গলবার পোস্টাল ভোট বিডি অ্যাপ উদ্বোধন করা হয়।

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে নিবন্ধিতরাই পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। বিশ্বের বিভিন্ন অঞ্চলে পাঁচ দিন করে নিবন্ধনের সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন।

প্রথম পর্বে ১৯ নভেম্বর থেকে ২৩ নভেম্বর নিবন্ধন করতে পারবেন পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের ৫২টি দেশের প্রবাসী বাংলাদেশি ভোটাররা।

অ্যাপ চালুর পর বুধবার নিবন্ধন শুরুর পর থেকে ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৯১ জন নিবন্ধন করেছেন। কোন দেশে কত জন নিবন্ধন করেছেন তা পোর্টালে তুলে ধরা হয়েছে। প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান গতকাল সন্ধ্যা পৌনে ৬টায় জানান, নিবন্ধিতদের মধ্যে পুরুষ ৩ হাজার ২০৪ জন এবং মহিলা ১৮৭। এর মধ্যে দক্ষিণ কোরিয়ায় ১ হাজার ৭৪৫ জন, জাপানে ৬৯০, চীনে ৩৬৮, দক্ষিণ আফ্রিকায় ৩৬৩, লিবিয়ায় ৬১, মিসরে ৫২, উগান্ডায় ১৯, মোজাম্বিক ১৫, মরিশাস ১৪, নাইজেরিয়া ও লাইবেরিয়া ১১ জন করে, বতসোয়ানা ৯, রিপাবলিক অব কঙ্গো ৬, তানজানিয়া ৫, কেনিয়া ও মরক্কো ৪ জন করে। কর্মকর্তারা জানান, গতকাল সন্ধ্যা ছয়টায় নিবন্ধনের সংখ্যা ৩ হাজার ৪২৩-এ উন্নীত হয়েছে।

২৩ নভেম্বর পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে। প্রবাসীরা বাকি অঞ্চলগুলোয় ধাপে ধাপে ১৮ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সুযোগ পাবেন। এ ছাড়া দেশের ভিতর তিন ধরনের ব্যক্তিদের নিবন্ধনের আওতায় আনা হয়েছে ১৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে। এই সময়ে বাদ পড়া প্রবাসীরাও নিবন্ধন করতে পারবেন।

ঘোষণাপত্রে স্বাক্ষর না থাকলে পোস্টাল ব্যালটের ভোট বাতিল : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটারদের পোস্টাল ব্যালটের (আইটি সাপোর্টেড) মাধ্যমে ভোটদানের জন্য নিবন্ধন শুরু হয়েছে। ভোট দিয়ে ঘোষণাপত্রে যথাযথ স্বাক্ষর না থাকলে পোস্টাল ব্যালটের ভোট বাতিল করবেন রিটার্নিং অফিসার।

গতকাল ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মনির হোসেন স্বাক্ষরিত এ-সংক্রান্ত এক পরিপত্র জারি করা হয়। পরিপত্রে নিবন্ধন থেকে ভোটের ফলাফল চূড়ান্ত পর্যন্ত বিষয়গুলো তুলে ধরা হয়েছে।

এতে বলা হয়, রিটার্নিং অফিসার গণনার জন্য প্রাপ্ত খাম খুলে প্রথমেই ঘোষণাপত্রটি যথাযথভাবে স্বাক্ষরযুক্ত কি না তা পরীক্ষা করে দেখবেন। যথাযথভাবে স্বাক্ষরযুক্ত না থাকলে এর সঙ্গে প্রাপ্ত ব্যালট পেপারের খাম না খুলেই ঘোষণাপত্রটি প্রত্যয়ন করে বিনষ্ট হিসেবে বাতিল মর্মে তা ব্যালট সংবলিত খামসহ একত্র করে সংরক্ষণ করবেন।

পরিপত্রে জানানো হয়, পোস্টাল ভোট বিডি নামে মোবাইল অ্যাপের মাধ্যমে ভোট প্রদানে ইচ্ছুক বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটাররা অনলাইনে আবেদন করে ভোট দিতে নিবন্ধন করতে পারবেন। বিদেশে অবস্থানরত আবেদনকারী ভোটারের তথ্যাদি যাচাইপূর্বক বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে তাদের বিদেশের ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানো হবে। রিটার্নিং অফিসার প্রতীক বরাদ্দ হলে ভোটাররা অ্যাপের মাধ্যমে সংশ্লিষ্ট আসনের প্রার্থী তালিকা সম্পর্কে অবগত হওয়ার পর প্রাপ্ত পোস্টাল ব্যালটে ভোট দেবেন।

এরপর প্রদত্ত ভোটের ব্যালট ফিরতি খামে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বরাবর ডাকযোগে পাঠাবেন। পোস্টাল ব্যালটে নিবন্ধিত ভোটার ব্যালট পেপার প্রেরণের অগ্রগতি অ্যাপের মাধ্যমে পর্যবেক্ষণ করতে পারবেন। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য নিবন্ধনের সময়সীমাও ঘোষণা করেছে ইসি।