Image description

রাজধানীর আগারগাঁওয়ে পার্কিং করে রাখা একটি ব্যক্তিগত গাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সামনে নাশকতার এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ১১টার দিকে আগারগাঁওয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সামনে পার্কিং করা একটি গাড়িতে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নির্বাপণের কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের ফলে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়দের ধারণা, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা বা কর্মসূচির মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই দুর্বৃত্তরা এই নাশকতার ঘটনা ঘটিয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি। কারা আগুন দিয়েছে এবং কী কারণে এমন ঘটনা ঘটানো হয়েছে—তাও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ও আইনশৃঙ্খলাবাহিনী আগুন দেওয়ার কারণ ও জড়িতদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে।