Image description

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের সহসভাপতি কে এম ফাহিমের সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি কে এম ফাহিমের সাংগঠনিক পদ স্থগিত করা হলো।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।