Image description

মারা গেছেন দুর্বৃত্তদের আগুনে ঝলসে যাওয়া দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের বাসচালক পারভেজ খান (৪৫)। টানা তিনদিন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে রাখার পর গতকাল সকাল সাড়ে আটটার দিকে না ফেরার দেশে চলে যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে সুমন খান। নিহতের বাড়ি সদর উপজেলার বাড়ইভিকুরা গ্রামে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম পারভেজকে হারিয়ে দিশাহারা পরিবারটি।

বৃহস্পতিবার গভীর রাতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলশাটিয়া এলাকায় মানিকগঞ্জ শহরের দি হলি চাইল্ড স্কুল বাসে নাশকতাকারীরা অগ্নিসংযোগ করে। এসময় বাসের ভেতরে ঘুমন্ত চালক পারভেজ খান দগ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওই রাতেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। নিহতের ছেলে সুমন খান জানান, বাবা মানিকগঞ্জ দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের বহনকারী বাস চালাতেন। সংসারের প্রায় পুরো খরচ তিনি বহন করতেন। অসময়ে তার চলে যাওয়ায় আমাদের পরিবারটি অন্ধকারে নিমজ্জিত হয়ে গেল। কারণ বাবার ওপরই আমাদের সংসার। নিহত পারভেজের পরিবারে এক ছেলে, এক মেয়ে স্ত্রী ও বৃদ্ধ মা রয়েছেন। 

পারভেজ খানের মৃত্যুতে শোক জানিয়েছেন দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আশরাফুল হোসেন। তিনি দ্রুত নাশকতাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। শোক জানিয়েছেন মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপি’র আহ্বায়ক আফরোজা খান রিতা। তিনি জানিয়েছেন, এই মৃত্যু স্বাভাবিক কোনো মৃত্যু নয়। দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য নাশকতাকারীরা বাসে আগুন দিয়ে পরিকল্পিতভাবে পারভেজকে হত্যা করেছে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমান উল্লাহ বলেন, দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে দায়ের করা মামলায় আমরা এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছি। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।