রাঙামাটির কাপ্তাই-আসামবস্তী সড়কে বন্যহাতির আক্রমণে ঝর্ণা চাকমা (৭০) নামের এক বৃদ্ধা মহিলার মৃত্যু হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) বিকালে কাপ্তাই আসামবস্তী সড়কের রিজার্ভ ফরেস্টের কামিলাছড়ি বিট এলাকায় এই ঘটনা ঘটে। এছাড়া এই ঘটনায় সুবিতা চাকমা নামে আরও একজন বৃদ্ধা মহিলা আহত ও দুইটি সিএনজি অটোরিকশা, ১টি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহত ঝর্ণা চাকমা মগবান গোলাছড়ি এলাকার বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাপ্তাই বনবিভাগের রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন। তিনি জানান, সকাল থেকেই কাপ্তাই আসামবস্তী সড়কে বন্যহাতির উপস্থিতির খবর পাওয়া যায়। বিকালের দিকে খবর আসে বন্যহাতির আক্রমণে একটি সিএনজি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়। পরে বনবিভাগের সদস্য, হাতি রেসপন্স টিম, ফায়ার সার্ভিস সদস্যসহ সম্মিলিতভাবে উদ্ধার কার্যক্রমে এলে সড়কটির কামিলাছড়ি এলাকায় দেখতে পাওয়া যায়, একটি সিএনজিকে ব্যাপক ক্ষতিগ্রস্ত করে রেখেছে বন্যহাতি।
সেখানে সিএনজিতে থাকা দুইজন বৃদ্ধা মহিলাকে আহত অবস্থায় পাওয়া যায়। তার মধ্যে একজন মাথায় জখম হয়ে গুরুতর আহত অবস্থায় আর অন্যজনকে সড়কের পাশে খাদে পড়ে থাকতে দেখা যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর গুরুতর আহত হওয়া বৃদ্ধা মহিলার মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এছাড়া বনবিভাগের সদস্যরাও উদ্ধার করতে গিয়ে বন্য হাতির আক্রমণে ঝুঁকিতে পড়ে। পরবর্তীতে কাপ্তাই ১০ আরই সেনা বাহিনীদের সহযোগিতায় সবাইকে উদ্ধার করা হয়।
এদিকে ক্ষতিগ্রস্ত সিএনজি অটোরিকশাসহ সকলকে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণের ব্যবস্থা করা হচ্ছে বলে বন কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন নিশ্চিত করেছেন।