Image description

সাভারে পার্কিং করা শ্রমিকবাহী একটি বাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বাসচালক।

শনিবার (১৫ নভেম্বর) রাত ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা ইউটার্ন এলাকায় আরিচামুখী লেনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাসটির পিছনের অংশে হঠাৎ আগুন জ্বলতে দেখা গেলে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তেই আগুনের আঁচ টের পেয়ে বাস থেকে লাফিয়ে বেরিয়ে আসেন চালক।

বাসচালক সেলিম জানান, বাসটি মেট্রো গার্মেন্টসের শ্রমিক পরিবহনে ব্যবহৃত হয়। রাতে শ্রমিক নামিয়ে দিয়ে তিনি বাসটি পার্কিং করে ঘুমাচ্ছিলেন। হঠাৎ আগুনের তাপে ঘুম ভেঙে গেলে দ্রুত বাস থেকে বেরিয়ে আসেন।

এ ঘটনায় খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল পরিদর্শন করেছে হাইওয়ে পুলিশ।

স্থানীয়দের ধারণা, সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনার ধারাবাহিকতায় এটি নাশকতা হতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলতে নারাজ সংশ্লিষ্টরা। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

সাভার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কীভাবে আগুন লাগলো তা এখনো নিশ্চিত নয়। তদন্ত চলমান।”

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ইনচার্জ সালেহ আহমেদ বলেন, ‘বাসের পিছনের অংশে আগুনের উৎস পাওয়া গেছে। এটি দুর্ঘটনা নাকি নাশকতা—তা পরীক্ষা করে দেখা হচ্ছে।’