Image description
হাসিনার মামলার রায়

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা মামলার রায় ঘিরে আওয়ামী লীগের কর্মসূচির নামে নাশকতা চেষ্টায় উদ্বেগ তৈরি হয়েছে। টানা কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছেই। রাতের আঁধারে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে ধর্মীয় প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, গণপরিবহন, পেট্রোল ঢেলে স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনায় দেশ জুড়ে উদ্বেগ-আতঙ্ক দেখা দিয়েছে। রায় প্রতিহত করার জন্য কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলটির এসব অগ্নিসন্ত্রাসের সাধারণ মানুষও ক্ষোভ প্রকাশ করেছেন। অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিয়ে বেশ কয়েকটি সংগঠন কর্মসূচি ঘোষণা করেছে। সারা দেশে গুরুত্বপূর্ণ স্থানে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালিত হবে। শাহবাগে ‘জনতার আদালতে’ শেখ হাসিনার প্রতীকী ফাঁসি ও সহযোগীদের প্রতীকী পাথর নিক্ষেপ কর্মসূচি পালিত হবে। এ কর্মসূচির আয়োজন করবে ‘জাগ্রত জুলাই’। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে দলটির নাশকতার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হচ্ছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কঠোর অবস্থানে রয়েছে। পুলিশের পাশাপাশি র‌্যাব, ডিবি, সেনাবাহিনী ও বিজিবি’র সদস্যরাও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে কাজ করছে। ইতিমধ্যে নাশকতার অভিযোগে জড়িত থাকার অপরাধে নেতাকর্মীসহ অনেকককে গ্রেপ্তারও করা হয়েছে। বাড়ানো হয়েছে দেশ জুড়ে কঠোর নিরাপত্তা। গুরুত্বপূর্ণ স্থাপনায়ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে চেকপোস্ট, টহল, অভিযান। সূত্র জানিয়েছে, রায় ঘিরে আওয়ামী লীগের লোকজন নিজেদের অবস্থান জানান দেয়ার চেষ্টা করবে এমন তথ্য রয়েছে গোয়েন্দাদের কাছে। এ কারণে আগাম প্রস্তুতি নেয়া হচ্ছে। 

শনিবার ৬টা ১০ মিনিটের দিকে হাতিরঝিলের মধুবাগ ব্রিজে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে হাতিরঝিলের মধুবাগ ব্রিজে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ফুয়াদ আহমেদ বলেন, সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে এই ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুরের পল্লবীর  মেরিটাইম ইউনিভার্সিটির কাছে ককটেল বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। শুক্রবার গভীর রাতে ফরিদপুরের মধুখালীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মধুখালী থানায় জিডি করা হয়েছে। উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দিতে গ্রামীণ ব্যাংকের রায়পুর শাখায় এ ঘটনা ঘটে। রায়পুর শাখার দ্বিতীয় শাখা ব্যবস্থাপক বাবুল হোসেন বলেন, দুর্বৃত্তরা ন্যাকড়ায় পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে ব্যাংকের মূল দরজা দিয়ে ভেতরে দেয়ার চেষ্টা করে। জানালা দিয়েও ভেতরে আগুন দেয়ার চেষ্টা করে। কিন্তু ভেতরে আগুন দিতে না পারায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সকালে ঘটনাটি দেখার পর থানায় জিডি করেছি।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পার্কিং অবস্থায় থাকা একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার ভোর আনুমানিক ৬টায় মহাসড়কের শিমরাইল এলাকার সড়ক ও জনপদ (সওজ) অফিসের সামনে মিনিবাসটিতে লাগে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সিদ্ধিরগঞ্জ থানা সূত্রে জানা যায়, মিনিবাসটি শুক্রবার রাত ১০টার দিকে চালক চিটাগাং রোড সওজ অফিসের সামনে পার্কিং করেন। শনিবার ভোরে স্থানীয়রা বাস থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে বাসটির সিট, গ্লাসসহ ভেতরের অংশ পুড়ে যায়। তবে ঘটনার সময় বাসে কেউ না থাকায় কোনো প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি।