Image description

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সওজ কার্যালয়ের সামনে থামিয়ে রাখা একটি মিনিবাসে আগুন লেগেছে।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে ঘটে এই অগ্নিকাণ্ডের ঘটনা। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনূর আলম জানান, মিনিবাসটি শুক্রবার (১৪ নভেম্বর) রাতে চালক সেখানে রেখে চলে যান। পরদিন সকালে বাসটিতে আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এতে বাসের সিট ও গ্লাস পুড়ে গেলেও, সৌভাগ্যবশত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। কারণ, ঘটনার সময় বাসে যাত্রী বা চালক কেউ ছিল না। স্থানীয় সূত্রে জানা যায়, বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে বাসটি।

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কিছু নিশ্চিত করা যায়নি, তবে পুলিশ ধারণা করছে এটি যান্ত্রিক ত্রুটি কিংবা অন্য কোনো কারণে হতে পারে। পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


শীর্ষনিউজ