রাজধানীর শাহবাগে প্রাথমিক শিক্ষকদের পদযাত্রায় পুলিশের হামলার ঘটনা ঘটেছে। এছাড়া অনেক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। থানায় গ্রেফতারকৃরদের মুক্তি ও আহতদের সুচিকিৎসা এবং পুলিশি হামলার প্রতিবাদে প্রতিবাদে রাত কেন্দ্রীয় শহিদ মিনারে ১২টা ১ মিনিটে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করবেন শিক্ষকরা।
আজ শনিবার (৮ নভেম্বর) রাতে এ কর্মসূচির ঘোষণা করেন প্রাথমিক শিক্ষক নেতা শামসুদ্দিন মাসুদ। তিনি জানান, থানায় গ্রেফতারকৃরদের মুক্তি ও আহতদের সুচিকিৎসা এবং পুলিশি হামলার কেন্দ্রীয় শহিদ মিনারে কিছুক্ষণ পর অর্থাৎ ১২টা ১ মিনিটে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি শুরু হবে।
প্রসঙ্গত, রাজধানীর শাহবাগে প্রাথমিক শিক্ষকদের পদযাত্রায় বাধা দেয় পুলিশ। এ সময় শিক্ষকদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এ ঘটনায় শিক্ষক ও রিকশাচালকসহ আহত হন ১১০ জন। তাদেরকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।