Image description
সনদ নিয়ে এখনো গভীর সংকট

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত গ্রহণে রাজনৈতিক দলগুলোকে সাতটি দিন দেওয়া হয়েছে। তারা সিদ্ধান্ত না নিলে অন্তর্বর্তী সরকার নিজেই একটা সিদ্ধান্ত নেবে। সরকারের পক্ষ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হবে- সে বিষয়ে প্রস্তুতিমূলক অনেক মিটিং হচ্ছে। তবে আমরা আশা করছি রাজনৈতিক দলগুলো নিজেরা আলাপ-আলোচনা করে একটা সিদ্ধান্তে আসবে। গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে ‘জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো সাড়া না দিলে সরকার কী করবে’- এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।

প্রেস সচিব বলেন, গোটা জাতি এখন নির্বাচনের জন্য অপেক্ষা করছে। নির্বাচনের স্টেজ তৈরি হয়েছে। আইন উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহের মধ্যে নিজেরা বসে সিদ্ধান্ত জানানোর কথা বলেছিলেন। আর তা না হলে সরকার সিদ্ধান্ত নেবে এমন কথা জানিয়েছেন।

২০২৬ সালের জাতীয় নির্বাচনের আগে আরও সহিংসতার শঙ্কার কথা জানিয়েছে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)। এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বলেন, আইআরআই-এর আশঙ্কার সঙ্গে সরকারের কোনো দ্বিমত নেই। আগামী নির্বাচন কারা কীভাবে বানচালের চেষ্টা করবে সে সম্পর্কে জাতি অবগত। প্রধান উপদেষ্টা তার বিভিন্ন বক্তব্যে ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের শঙ্কার কথা বলেছেন। তবে সরকার এ বিষয়ে অবগত রয়েছে এবং সক্রিয়ভাবেই যে সব প্রস্তুতি নেওয়া দরকার তা নিচ্ছে।