Image description

১০ম গ্রেডে বেতন দেওয়াসহ তিন দাবিতে এবার ঢাকায় লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আগামী ৮ নভেম্বর সকাল ১০টা থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন শুরু করবেন তারা। শিক্ষকদের চারটি সংগঠনের নেতারা একযোগে এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছেন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দাবির মধ্যে রয়েছে, সহকারী শিক্ষকদের দীর্ঘদিনের প্রাণের দাবি ১০ম গ্রেড প্রদান; ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান সংক্রান্ত সমস্যার সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বিষয়টি নিশ্চিত করে আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষক নেতারা ১৬ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ে গেলে বলা হয়েছিল, তাদের দাবি পে কমিশনে আছে। পরে পে কমিশনের সভায় গেলে জানিয়ে দিয়েছে, তাদের এটি এখতিয়ারভুক্ত নয়।’

 

প্রতিশ্রুতি দিলেও সমস্যার সমাধান না হওয়ায় আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান শামছুদ্দীন মাসুদ। তিনি বলেন, ‘আমরা চার সংগঠন মিলে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছি। নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে, সময়ের প্রয়োজনে বৈষম্যবিরোধী অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নিজেদের দাবি জানানো হবে।’