Image description

ফেসবুকে ভুয়া পোস্ট ও সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে অবসরপ্রাপ্ত ডিআইজি (প্রিজন্স) শেখ আব্দুল অমিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ তাকে বুধবার সন্ধ্যায় আদালতের হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠান।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর রমনার সিদ্ধেশ্বরী সার্কুলার রোডের ৭০, তালুকদার স্টেটের ৬/ডি-২ নম্বর ফ্ল্যাট আটক ডিবি পুলিশ। শেখ আব্দুল অমিক কারা অধিদপ্তরের ডিআইজি (প্রিজন্স) হিসাবে অবসরে যান ২০১২ সালে। 

পুলিশের অভিযোগ, তিনি সোশ্যাল মিডিয়ায় ভিন্ন নামে একটি আইডি খুলে প্রশাসন, সেনাবাহিনী ও সরকারের বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমূলক, ভুয়া, মিথ্যা বানোয়াট পোস্টের মাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। এছাড়া বিভিন্ন কারণে শাস্তিপ্রাপ্ত কর্মরত ও অবসরপ্রাপ্ত কারা কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে যোগসাজশ করে কারা বিদ্রোহ করার চেষ্টা করছেন। তিনি ফেসবুকে তার আইডিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের সরকার বিরোধী বিভিন্ন পোস্ট শেয়ার করেছেন বলে অভিযোগ করা হয়।  বুধবার বিকালে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের লালবাগ বিভাগের এসআই জাহিদ হাসান বাদী হয়ে রমনা থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় শেখ আব্দুল অমিককে প্রধান আসামি করা হয়। পরে সন্ধ্যার দিকে এই মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার পর শেখ আব্দুল অমিককে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ জোনের ডিসি  মো. মোস্তাক সরকার সাংবাদিকদের জানান, সন্ত্রাস বিরোধী আইনে আব্দুল অমিককে গতকাল তার বাসা  থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে রমনা থানায় মামলা হয়েছে। ওই মামলায় তাকে আদালত কারাগারে পাঠিয়েছে।