Image description

এক পথচারীকে ট্রাক চাপা দিয়ে আহতের ঘটনায় বন্ধ থাকা ঢাকা-ময়মনসিংহ সড়কে সাড়ে ৩ ঘণ্টা পর যান চলাচল শুরু হয়েছে। 

সেনাবাহিনী, শিল্প পুলিশ ও মহানগর পুলিশের হস্তক্ষেপে বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১১টার পর থেকে এই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে কালের কণ্ঠকে জানিয়েছেন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।

এর আগে, গাজীপুর নগরের হারিকেন এলাকায় এক পথচারীকে ট্রাক চাপা দেওয়ার জেরে ঢাকা-ময়মনসিংহ সড়কে যান চলাচল বন্ধ করে দেয় বিক্ষুব্ধ জনতা। এতে করে চরম দুর্ভোগে পড়ে এ সড়কে চলাচলকারীরা।