
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর শিক্ষার্থী শ্রীশান্তকে ধর্ষণের অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযোগ রয়েছে, শ্রীশান্ত এক মুসলিম ছাত্রীকে ধর্ষণ করার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে গর্বের সঙ্গে প্রকাশ করেন।
এ ঘটনায় মঙ্গবার রাত ১১টার দিকে বুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন।
আন্দোলনের তোপের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়। ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. এ কে এম মাসুদ মঙ্গলবার রাতে আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে এসে শ্রীশান্তকে সাময়িক বহিষ্কারের ঘোষণা দেন।
অধ্যাপক এ কে এম মাসুদ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামীকাল (বুধবার) উপাচার্যের সঙ্গে বৈঠক করে অভিযুক্ত শিক্ষার্থীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও জানান, শ্রীশান্তের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে।