Image description

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর এক শিক্ষার্থীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে সহপাঠীকে ধর্ষণ, বোরকা, হিজাব ও নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ধর্ষকের বিচারের দাবিতে বুয়েট ছাত্রকল্যাণ পরিদপ্তরের সামনে আন্দোলন করছে বুয়েটের শিক্ষার্থীরা। মঙ্গলবার রাত ১১ থেকে আন্দোলন শুরু করে তারা।

অভিযুক্ত শিক্ষার্থীর নাম শ্রীশান্ত রায়। তিনি বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী এবং আহসানউল্লাহ হলের আবাসিক ছাত্র। 
 
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, রেডিটের স্ক্রিনশটে নারী সহপাঠীকে নেশাগ্রস্ত অবস্থায় সে ধর্ষণ করেছে। এছাড়াও বোরকা, হিজাব ও নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে সে। এমন একজন আমাদের সহপাঠী হতে পারেনা। আমাদের দাবি আমরা তার বহিষ্কার চাই এবং তার ধর্ষণের বিচার করতে হবে। 

বিস্তারিত আসছে...